আপনি সারাদিনে যে সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাপ ব্যবহার করেন, তার মধ্যে ইউটিউব অন্যতম। এখানে আপনি কখনো বা গান শুনেন, কখনো বা কমেডি ভিডিও দেখেন, কখনো খেলার হাইলাইটস, কখনো বা রান্নার রেসিপি। কিন্তু আপনি কি জানেন প্রতিদিন প্রতি 1 মিনিটে ইউটিউবে আপলোড হয় প্রায় 500 ঘন্টার ভিডিও এবং সারা পৃথিবী জুড়ে মানুষ 1 ঘন্টায় প্রায় 4 কোটি দুই লক্ষ ভিডিও দেখে। ঠিক এই প্লাটফর্মে মাত্র চার বছর আগে ভিডিও বানাতে শুরু করেছিল একটা ছেলে। আজ ইউটিউব থেকে প্রতিমাসে তার আয় 65 লক্ষ টাকা ছেলেটি জন্ম গুজরাটের বারদায় 22 শে জানুয়ারি 1994 সালে। পড়াশোনায় খুব একটা মনোযোগী ছিলনা সে কোনোদিনই। তবু তার বাবার স্বপ্ন দেখতো ছেলে সরকারি চাকরি করবে। একসময় চাকরিসূত্রে বাবাকে গুজরাট ছেড়ে চলে আসতে হয় দক্ষিণ দিল্লিতে সপরিবারে।
ছোট বেলা থেকে গান-বাজনা ভিষন ভালোবাসতো ছেলেটা। ইচ্ছে ছিল বড় হয়ে বলিউডে গান গাইবে। কিন্তু মধ্যবিত্ত মানুষের স্বপ্নগুলো নিরবেই পুড়ে ছাই হয়ে যায়। স্কুলে পড়ার সময় থেকেই বন্ধুদের সাথে আড্ডার মুহূর্তে বিভিন্ন চরিত্রের অনুকরণ করে তাদের হাসাতো ছেলেটা। সেন্স অফ হিউমার ছিল বরাবরই তুখোড়।কলেজে পড়াশোনা করার সময় রোজগার করার জন্য স্থানীয় একটি রেস্টুরেন্টে সোম থেকে রবি রাত্রি 8:00 থেকে 12:00 পর্যন্ত গান গাইতো গিটার হাতে। সেখান থেকে পেয়ে যেত রাতের খাবার আর মাসিখ 5000 টাকা। বিশ্বাস করুন এটি 2014 সালের ঘটনা। হঠাৎ ই একটা গান গেয়ে ফেসবুকে আপলোড করেছিল সে। সেই গানটি ভাইরাল হয়ে ছড়িয়ে যায় বিভিন্ন জায়গায়। ফক্স ইন্ডাস্ট্রিজ তার এই গানটি পছন্দ করে। তাকে আরেকটি নতুন গান কে তাদের পাঠাতে অনুরোধ করে। পর পর 6 দিনে 6খানা গান পাঠায় ছেলেটি। একের পর এক বাতিল হয়ে যায় সব কটা গান। এই 22 বছর বয়সী ছেলে হার কিন্তু মেনে নেয় না তখন। এরপরই একদিন নিজের একটি ছোট কমেডি ভিডিও পোস্ট করে ফেসবুকে। 15 জন লাইক করে সেই ভিডিও আগ্রহ বেড়ে যায় আরও।
![]() |
Bhuvan Bam,Mother Padma Bam, Father-Avnindra Bam & Brother- Aman Bam (Pilot) |
আরও পড়ুন:ছট পূজোর ইতিহাস কি জানেন, কেন করা হয় ছট পূজা?
তাই পরপর তিনদিন তিনটি ভিডিও পোস্ট করে ফেসবুকে। তার মধ্যে থেকে একটি ভিডিও ভাইরাল হয়ে যায় পাকিস্তানে।সেখান থেকে প্রচুর ফোন কল মেসেজ পায় সে। এরপর আর ছটা মাস সময় লেগেছিল ভারতের মাটিতে ফেসবুকে তার প্রথম ভিডিওটা ভাইরাল হতে। ঠিক সেই সময়ই এক বন্ধুর কথায় ছেলেটি খুলে ফেলে একটি ইউটিউব চ্যানেল। বাড়ি থেকে থেকে নিয়মিত বলা হতো এসব ছেড়ে দিয়ে সরকারি চাকরির প্রস্তুতি নিতে। কিন্তু ছেলেটি জানত সে নিজের ভবিষ্যৎ তৈরি করে ফেলবে আগামী কয়েকদিনে। ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়তে বাড়তে 2018 তে এসে দাঁড়ায় এক লক্ষ। 2019 এ 10 লক্ষ আর এই বছরই তো প্রায় দুই কোটির কাছাকাছি দাঁড়িয়ে। ঠিকই ধরেছেন আমরা এতক্ষণ কথা বলছিলাম ভুবন বাম (Bhuvan Bam) কে নিয়ে। যদি আপনারা এই নামটা থেকে অজ্ঞাত থেকেও থাকেন তাহলে হয়তো বিবি কি ভাইনস(BB Ki Vines) নামের ঠিকই চেনেন। এই ছেলেটি প্রায়ই 19টি চরিত্রের নিজে অভিনয় করে আমাদের মনোরঞ্জন করে। তাদের মধ্যে একটি তার নিজের চরিত্র দুটি বন্ধু, বাবা-মা, মামা স্কুলের টিচার আরো কত কে।
হ্যাঁ এই 26 বছরের ছেলেটি 22 কোটি টাকার মালিক ইতিমধ্যেই বেশ কিছু গান রিলিজ করে ফেলেছে নিজের এবং সামাজিক কাজকর্ম থেকে বিপর্যয় ভুবনকে দেখা যায় সর্বত্র এগিয়ে আসতে।যেকোনো সামাজিক সমস্যায় মুখ খুলতে। আমাদের আধুনিক এবং ডিজিটাল ভারতের প্রত্যেকটা যুবক-যুবতীর কাছে একটা অনুপ্রেরণা নাম। সদিচ্ছা এবং সঠিক প্রচেষ্টা থাকলে মানুষ কিনা করতে পারে। তার জ্বলন্ত উদাহরণ ভুবান। আমরা চাই শুধুমাত্র ভারতেই নয় সারা পৃথিবীর সমস্ত ইউটিউবারদের মধ্যে তার নাম জ্বলজ্বল করুক চিরদিন, ভালো থাকুন ভুবন।
Cradit-UltiMad Media(youtube)/Sujoyneel
আরও পড়ুন:কেন কেঁদে ফেলেছিলেন পঙ্কজ ত্রিপাঠি ?
একটি মন্তব্য পোস্ট করুন