পনি কি সরকারি চাকরি চেষ্টা করছেন? তাহলে অবশ্যই আপনাকে ছাড়তে হবে ধূমপান সহ সবধরনের তামাক জাতীয় দ্রব্য নেশা। তামাক জাতীয় দ্রব্যের উপর থেকে মানুষের আসক্তি কমাতে এ পর্যন্ত একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। কিন্তু আসলেই কোনো কিছুতেই তেমন কোন প্রভাব পড়েনি। তবুও ফের একবার ধূমপানের উক্তি নতুন অভিনব পদক্ষেপ গ্রহণ করেছে ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন এর প্রশাসন।



ঝারখন্ড রাজ্যের সরকারি চাকরির ক্ষেত্রে আসতে চলেছে এক অভিনব নয়া নির্দেশিকা। সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে,চাকরিতে যোগ দেওয়ার আগে ধূমপান ছাড়ার অঙ্গীকার পত্র জমা দেওয়া অথবা স্বাক্ষর করা অবশ্যই বাধ্যতামূলক।  


তার পাশাপাশি মুখ্য সচিবের নেতৃত্বে গঠিত তামাক নিয়ন্ত্রক কমিটি এই সিদ্ধান্তে এসেছে যে, তারা রাঁচির ধানবাদ, বোকারো,সযাইকেল-খরসাওয়ান খুন্তি ও হাজারীবাগ জেলাকে‌ তামাকমক্ত জেলা হিসেবে  ঘোষণা করবেন। বৃহস্পতিবার রাজ্যে তমাক নিয়ন্ত্রণ কমিটির প্রধান সম্পাদক শুকদেব সিং নির্দেশ দিয়েছেন,পুলিশের সদর দপ্তর থেকে শুরু করে জেলা এবং ব্লক স্তরের সমস্ত দপ্তর এবার থেকে তামাকমুক্ত হতে চলেছে। কিবোর্ড সরকারি দপ্তর না সমস্ত বেসরকারি ক্ষেত্রে সংস্থাগুলোকেও প্রধান ফটকে ঝুলবে "টোবাকো ফ্রি জোন"লেখা বোর্ড।


এর সঙ্গে রাজ্যের প্রতিটি স্কুলে বিশ্ববিদ্যালয়ের 100 মিটারের মধ্যে কোন রকম পান মশলা অথবা সিগারেটের দোকান থাকবে না। সেকথা ফের একবার মনে করিয়ে দিয়েছেন ঝাড়খণ্ডের সরকারি মুখ্যসচিব সুখদেব সিং। যদি এই নির্দেশ কোন রকম ভাবে অমান্য করা হয়, তবে সে ক্ষেত্রে পঞ্চায়েত এবং ব্লগকে করা হাতে বিষয়টিকে সামলানোর নির্দেশ দিয়েছেন তিনি।



এই প্রসঙ্গে সরকারের সিদ্ধান্তের প্রশংসা করে ঝাড়খন্ডি রাজ্যসভার সাংসদ পরিমল নাথওয়ানি ট্যুইট করে জানিয়েছেন, 'সংস্কার প্রত্যেকের বাড়ি থেকে শুরু হয়, তাই অত্যন্ত বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নিয়েছে ঝাড়খণ্ডের সরকার।'ঝারখন্ডের সরকারের এই নয় উদ্যোগ আদৌ কতটা সফল হবে, কতটা রাশ টানতে বা প্রভাব ফেলতে পারবে সেটা সময়ই বলে দেবে।

Post a Comment

নবীনতর পূর্বতন