আজ আমরা কথা বলবো Johnny Sins কে নিয়ে । আমাদের সবার প্রিয় টাকলা জনি ভাইকে নিয়ে । ইনি অ্যাডাল্ট ইন্ডাস্ট্রি অভিনেতা আজ পর্যন্ত সিনেমায় তিনি ডক্টর, ইঞ্জিনিয়ার, টিচার স্টুডেন্ট এমনকি অ্যাস্ট্রোনট এর রোল করেছেন। তবে বন্ধুরা আপনারা কি জানেন Johnny Sins তো ওনার পোশাকি নাম এনার আসল নাম Steve Wolfe.
ইনি জন্ম গ্রহন করেছেন 31 ডিসেম্বর 1978 এ Pennsylvania তে Pittsburgh শহরে। আর যখন পড়াশোনা শেষ করে যখন জনির বয়স 21 বছর হয় তখন তার এক বন্ধু পরামর্শ দেয় যে সে লস এঞ্জেলেস যায় এবং পর্নগ্রাফি সিনেমার অডিশন দেয়। কিন্তু ওই সময় স্টিভ ওরফে জনি কিছুই ভেবে উঠতে পারি নি। যার জন্য এই ব্যপারটি সে পুরোপুরি ইগনোর করে দেয়। পরের বছর সে কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করে তবে কিছু দিন পরে সে এই কোম্পানি ছেড়ে দেয়।
আর সে লস এঞ্জেলেস শহরে চলে যায়। তবে সে এখানে এসেও পার্ট টাইম ছোট যব করে জিবন অতিবাহিত করছিলেন। আর সেই সময় তার বন্ধুর বলা কথা তার মনে পড়ে যায়। যখন সে 28 বছর বয়েসী হয় তখন তিনি adult movie অডিশন দিয়ে দেয়। কিছু দিনের মধ্যেই তার সিলেকশন ও হয়ে যায়। আর খুব তাড়াতাড়ি সিনেমায় অভিনয় ও করতে থাকেন। আর এর দরুন 2008 এ Digital Playground এর সাথে Cheerleaders সিনেমাতে কাজ করেন। আর এটি করার পর বিরাট ভাবে জনপ্রিয় হয়ে ওঠেন । আর এটা দেখার পর Brazzers জনিকে কন্টাক্ট দেওয়ার কথা ভাবে । যথারিতি জনি সিন্স সেই কন্টাক্ট গ্রহনো করে নেয়। আর এরপর 2013 তে আরও আর একটা সিনেমা Secret Admirer সিনেমায় অভিনয় করেন তিনি। এই মুভি বেস্ট রোমান্স মুভির ক্যাটেগরিতে 2014 এর AVN AWARD এ নোমিনেট হন কিন্তু পান না।
আরও পড়ুন: যে কারণে কোনো মেয়ে আপনাকে পাত্তা দেয় না !
এর পর BRAZZERS টুইটারের অফিসিয়াল একাউন্টে এটা ঘোষনা করেন যে জনি সিন্স গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন। আর এই খবর আগুনের মতো চারিদিকে ছড়িয়ে পড়ে। কিন্তু ওনার সাথে কাজ করা পর্ন অভিনেতা বন্ধু Keiran Lee এবং বন্ধু অভিনেত্রী Lisa Ann নিশ্চিত করেন যে এমন কিছুই হয় নি। কিন্তু একটি অনলাইন প্লাটফর্ম Is X Dead? এ 500 লোক নিশ্চিত করে যে জনি সিন্স মারা গেছেন। প্রতিনিয়ত যখন খবরটি ছড়াতে থাকে তখন 13 মার্চ 2013 জনি সিন্স লাইভ ভিডিও করে বলেন সে মারা যায় নি এবং ভালো আছেন, আরও অনেক কথা শেয়ার করেন তার অনুগামীদের সঙ্গে।
2015 তে তার আরও এক সিনেমা Sexploration এর প্রডাক্শন শুরু হয় । যেটা প্রথম সিনেমা যেটা মহাকাশে শুটিং হওয়ার ছিল। যার জন্য $3.4 মিলিয়ন আমেরিকান ডালারের ফান্ডের দরকার ছিল। যেটি না হওয়ার কারনে এই প্রযেক্ট বাতিল হয়ে যায়। এই সময় জনি সিন্স এর Estimated Networth হল প্রায় 3 মিলিয়ন আমেরিকান ডালার। যার জন্য সে পর্ন ইন্ডাস্টিতে সব থেকে বেশি কামানো প্রথম অভিনেতা।
তাছাড়াও ইনি বিয়ে করেছেন Kissa Sins এর সাথে। যিনি নিজেও অ্যাডাল্ট ইন্ডাস্ট্রি থেকে।
আরও পড়ুন: ভারতীয় মেয়েদের এই গোপন কথাগুলি কেউ আপনাকে বলবে না !
একটি মন্তব্য পোস্ট করুন