পাকিস্তানের বিখ্যাত অভিনেত্রী সাবা কামালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। তিনি এবং আরো কয়েকজন মিলে লাহোরের একটি ঐতিহাসিক মসজিদে নাচের ভিডিও শুটিং করার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। যেটির জেরে বেশ কটাখের  শিকার হয়েছিলেন সে সময় আর এই অভিযোগ করেছে স্বয়ং পাক পুলিশ মামলার শুনানির সময় একাধিকবার অনুপস্থিত থাকায় সাবান এবং গায়ক বিলাল সায়েদের  বিরুদ্ধে লাহোরের ম্যাজিস্ট্রেট আদালতে এই পরোয়ানা জারি করেছে।


 সাবা কামার হলেন পাকিস্তানের হায়েস্ট পেড একজন অভিনেত্রী। 'মে অরাত হু' সিরিজ দিয়ে মিডিয়ায় পরিচিতি পাওয়া এই অভিনেত্রী কাজ করেছেন বলিউডেও। বলিউডের কিংবদন্তী ইরফান খানের বিপরীতে 'হিন্দি মিডিয়াম' সিনেমায় কাজ করেছিলেন তিনি। সেই সিনেমা মাত্র এক মাসের মধ্যে 65 কোটির মত ব্যবসা করেছিল। বলা চলে সাবা কামা অত্যন্ত মেধাবী একজন অভিনেত্রী। কিন্তু হুট করেই অভিনয়ের কারণে বিপদে পড়বেন তিনি। জানা গেছে গত বছরের অক্টোবরে তার বিরুদ্ধে পাকিস্তানের দণ্ডবিধির 295 ধারায় একটি অভিযোগ দায়ের করেছে লাহর পুলিশ শুধু তার বিরুদ্ধে নয়।


গায়ক বিলাল সাঈদ এর বিরুদ্ধে একই অভিযোগ দায়ের করা হয়েছিল। পুলিশের অভিযোগ ছিল অভিনেত্রী এবং গায়ক লাহোরের ওয়াজিদ খান মসজিদ শুটিং এ  অপ্রীতিকর ক্রিয়া-কলাপ করেছেন। এফআইআর-এ বলা হয়েছে তারা মসজিদের ভিতরে নাচের ভিডিও শুট করে সেখানকার পবিত্রতা নষ্ট করেছেন। এ বিষয়টি জানাজানি হলে তার এই কাজে ক্রুদ্ধ হয়েছেন নেটিজেনদের একাংশ। এমনকি খবর প্রকাশে আসতেই সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের একাংশের আক্রমণের মুখে পড়েন সাভা কামা ও বিলাল সাঈদ। সমালোচনা করা থেকে শুরু করে খুনের হুমকি পর্যন্ত দেয়া হয় তাদের। ঘটনায় এতটা গুরুতর আকার ধারণ করে সাবা এবং বিলালকে  ক্ষমা চাইতে হয় পাকিস্তানের মানুষের কাছে। তবে মসজিদে নাচ গানের  অভিযোগ অস্বীকার করেছেন সাবা।  তিনি বলেছেন মসজিদে একটি নিগার দৃশ্যের শুটিং হচ্ছিল। যার নেপথ্যে কোন গানই বাজান হয়নি সেখানে। এমনকি এডিটিংয়ের সময়ও গান দেওয়া হয়নি ভিডিওতে। চলতি বছরেই আরেকবার সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন পাক অভিনেত্রী। আজম খানের সঙ্গে বাগদান হয়ে যাওয়ার পরেও বিয়ে ভেঙে যায়.

আরও পড়ুন: 
ইরান - তালেবান সংঘাত শুরু | সমস্যায় চীন | জিতবে ভারত |

তিনি বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় খোলাসা করেন। সে বিষয়ে প্রচুর বিতরকের মুখোমুখি হয়েছিলেন সে সময়। এছাড়াও সোশ্যাল মিডিয়া সেনসেশন কান্দেন বালুচের ভুমিকায় বায়োপিকে অভিনয় করে রোষের মুখে পড়তে হয়েছিল তাকে। তখনো ইসলামের বিরুদ্ধচারণ করার অভিযোগ উঠেছিল। সেই বারও সোশ্যাল মিডিয়ায় খুনের হুমকি পেয়েছিলেন সাভা কামা। কিন্তু বেশ কয়েকবার নেটিজেনদের মুখোমুখি হবার পর এবার তিনি সরাসরি আদালতের পক্ষ থেকেই বিপদের আভাস পেয়ে গেলেন। গত বছরের মামলার শুনানির জন্য সাবা ও বিলালকে নোটিশ দেয়া হয়। 


কিন্তু দুজনের একজনও উপস্থিত হননি আদালতে। ঠিক এই কারণেই লাহোরের ম্যাজিস্ট্রেট আদালতে তাদের বিরুদ্ধে বেজায় ক্ষুব্ধ হয়েছে। যার জামিন অযোগ্য পরোয়ানা জারি করা হয়েছে আদালতের পক্ষ থেকে। তবে আদালতের শক্ত এই পদক্ষেপে টনক নড়েছে তাদের। তারা দুজনে আদালতের সিদ্ধান্ত বাতিল করার জন্য অনুরোধ করেছেন 30 হাজার টাকা জরিমানা ও দিয়েছেন প্রত্যেকে। অতঃপর আদালত বিষয়টি আমলে নিয়ে বাতিল করেছে এবারের সিদ্ধান্ত। আগামী 6 অক্টোবর পর্যন্ত মামলার শুনানি স্থগিত রেখেছে.

আরও পড়ুন:মানিকে মাগে হিথে গানের গায়িকার অজানা গল্প !


Post a Comment

নবীনতর পূর্বতন