এবার বলিউডে অভিষেক ঘটতে যাচ্ছে বাংলাদেশের বিখ্যাত অভিনেত্রী জয়া হাসানের খুব শীঘ্রই তাকে দেখা যাবে হিন্দি ওয়েব সিরিজ এর পর্দায়। বিপরীতে থাকবেন কিংবদন্তি নওয়াজুদ্দিন সিদ্দিকি। জয়া হাসান চলচ্চিত্র জগতে পা রাখেন আজ থেকে প্রায় 15 বছর আগে। প্রথম থেকেই বেশ সফল একজন অভিনেত্রী হিসেবে কাজ করে এসেছেন তিনি। 2012 সালে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার পান জয়া। ইতোমধ্যে ঢালিউডের পাশাপাশি টলিউডে কাজ করে বেশ সফলতা লাভ করেছেন জয়া হাসান। পরিচালক অরিন্দম শীল এর হাত ধরে টলিউডে প্রবেশ করে পরবর্তী কালে শ্রীজিৎ মুখার্জী থেকে শুরু করে অতনু ঘোষ সহ বিখ্যাত সব পরিচালকের সঙ্গে কাজ করেছেন তিনি। একের পর এক দারুণ সব চরিত্রে অভিনয় করে ওপার বাংলার মানুষকে উপহার দিয়েছেন ব্যবসাসফল অনেক সিনেমা। শুধু বাকি ছিল বলিউড জয়ের। এবার সেই বলিউডে পা রাখতে চলেছে বিখ্যাত এই অভিনেত্রী জানা গিয়েছে 'সাদা আমি কালো আমি' উপন্যাসের অবলম্বনে তৈরি হবে একটি ওয়েব সিরিজ.
ওয়েব সিরিজ যেটির মূল গল্প হচ্ছে হাজার 1967 সালের নকশালবাড়ি আন্দোলন কে ঘিরে। উপন্যাসটি লিখেছেন তৎকালীন পুলিশ অফিসার রুন গুহ নিয়োগী মূলত এই উপন্যাসটি সিরিজের মধ্যে তুলে ধরবেন নির্মাতা সায়ন্তন। যেখানে লেখক এর চোখ দিয়েই দেখানো হবে এই সিরিজ। এছাড়াও গল্পে থাকবে বাংলা হিন্দি এবং ইংরেজি ভাষার মিশ্রণ। সায়ন্তনের কোথায় এখানে চারু মজুমদার হবে নওয়াজ। আর জয়া তার স্ত্রী লীলা মজুমদার। এদিকে গল্পের অন্য একটি আইকনিক চরিত্র থাকতে পারেন পরেশ রাওয়াল অথবা বমান ইরানি। সায়ন্তনের দাবি শারীরিক সাদৃশ্য মানে আমাদের প্রথম পছন্দ পরেশ জি বাকিটা ক্রমশ প্রকাশ্য। এটি নির্মাতা সায়ন্তনের রাজনৈতিক গল্প ঘিরে প্রথম কাজ। ওয়েব সিরিজ মানেই হয় রহস্য ভৌতিক গল্প নয়তো অপ্রয়োজনীয় সাহসী দৃশ্য সম্বলিত গল্প। এই মিত ভাঙতেই বিতর্কিত রাজনৈতিক প্রেক্ষাপট বেছে নিয়েছেন পরিচালক। সায়ন্তন এর ভাষ্যমতে মুম্বাইয়ের পটভূমিকায় যদি সেক্রেট গেমস উত্তরপ্রদেশকে নিয়ে মির্জাপুর তৈরি হতে পারে তাহলে বাংলা কেন পিছিয়ে থাকবে.
আরও পড়ুন:মসজিদে অশালীন অভিনয় করেছেন সাবা কামার!
পশ্চিমবঙ্গের আন্দোলনের ইতিহাস তুলে ধরার সময় এসেছে। সে জায়গা থেকেই আমার এই উপন্যাস নির্বাচন। রাজনৈতিক কাজে জয়া হাসান এর জুড়ি নেই। কেননা এর আগে এ ধরনের কাজ করে বেশ প্রশংসিত হয়েছিলেন জয়া। তার মধ্যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত গেরিলা চলচ্চিত্রে বিলকিস বানু চরিত্রে এবং চোরাবালি চলচ্চিত্রে সাংবাদিক নবনী অফিস চরিত্রে অভিনয় করে টানা দুইবার শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছিলেন তিনি। এই সিরিজে জয়াকে নেওয়ার বিষয়ে জানতে চাইলে পরিচালক সায়ন্তন জানান এই ওয়েব সিরিজের আগে চলতি বছরে পুজোর পরেই মুক্তি পাবে তার বড় ছবি 'ঝরা পালক' জীবনানন্দ দাশের জীবন নিয়ে তৈরি এই ছবিতে কবিরের স্ত্রী চরিত্রে অভিনয় করেছেন জয়া হাসান। সেই থেকেই জয়া হাসানের সঙ্গে তার পরিচয়। তিনি বলেন আমার কাছে জয় অনুরোধ জানিয়েছিলেন জাতীয় স্তরের কাজে তাকে সুযোগ দেয়ার জন্য। সেই জায়গা থেকেই লীলা মজুমদারের চরিত্রের জন্য বলতেই এক কথায় রাজি তিনি.
সব ঠিক থাকলে আগামী বছরই দেখা যাবে যার বলিউডের কাজ।
আরও পড়ুন:মানিকে মাগে হিথে গানের গায়িকার অজানা গল্প !
একটি মন্তব্য পোস্ট করুন