যখন দেশ জুড়ে বাড়ছে করোনা সংক্রমণ। মহামারী আবহে দেশের পাঁচ রাজ্যের ও কেন্দ্রশাসিত প্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে প্রশ্নের মুখে পড়েছে জাতীয় নির্বাচন কমিশন। আর এহেন পরিস্থিতিতে ২রা মে ফল ঘোষণার পর বিজয় মিছিলে নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন।
আরও পড়ুন: রাজভবনে আগুন, নিরাপদেই রয়েছেন রাজ্যপাল
২রা মে কেরল, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, অসম ও পুদুচেরি বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ করা হবে। সেক্ষেত্রে করোন আবহেও বিজয়ী রাজনৈতিক দলগুলি যে জয়ের উল্লাসে হাজার হাজার সমর্থকদের নিয়ে রাস্তায় নেমে পড়বে সেই আশঙ্কা ছিল। আর তাই পরিস্থিতি সামাল দিতে এবার কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। শাহাব জানিয়ে দেওয়া হল ২রা মে করা যাবেনা বিজয় মিছিল। করোনা আবহে পশ্চিমবঙ্গে 8 দফায় বিধানসভা ভোট নিয়ে গোড়া থেকেই প্রশ্নের মুখে পড়েছিল কমিশন। আগামী ২৯ শে এপ্রিল বাংলায় অষ্টম অর্থাৎ শেষ দফার ভোট। কিন্তু সংক্রমনের গ্রাফ বিপজ্জনকভাবে ঊর্ধ্বমুখী হওয়ায় প্রার্থীদের প্রচার কাটছাট করেছে নির্বাচন কমিশন।
উল্লেখ্য, এই মহামারী অবস্থায় দেশে ভোটগহণ চলছে। আর সেই সময়ে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সোমবার তীব্র ক্ষোভ প্রকাশ করেছে মাদ্রাজ হাইকোর্ট (Madras High Court)। কমিশনকে তীব্র কটাক্ষ করেন হাইকোর্ট। তাঁর কথায়, মহামারীর দিকে নজর রেখে যথাযথ পদক্ষেপ না করলে গণনা বন্ধ করতে বাধ্য হবে আদালত। তাছাড়া, কমিশনের আধিকারিকদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা উচিত বলেও মন্তব্য করেন প্রধান বিচারপতি। ফলে রীতিমতো চাপ বেড়েছে কমিশনের উপর। আর তার ফলেই এবার বিজয় মিছিলের আস্তানা হয়েছে বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের।
আপনার মূল্যবান মতামত জানান কমেন্ট বক্সে।
একটি মন্তব্য পোস্ট করুন