![]() |
Image via Wikipedia by Aasif Azaan |
পাইলটদের লাইসেন্স সংক্রান্ত বিষয়ে আন্তর্জাতিক নিয়ম না মানায় এবার ১৮৮ টি দেশে নিষিদ্ধ হতে পারে পাকিস্তানি এয়ারলাইন্স। রবিবার এক মিরিয়া রিপোর্ট এমনই দাবি করা হয়েছে।
গত ৩রা নভেম্বর ইন্টার্নেশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন এক চিঠিতে জানিয়েছে,পাইলটদের লাইসেন্স এবং প্রশিক্ষণের যে আন্তর্জাতিক নিয়ম রয়েছে তা পূরণ করতে ব্যর্থ হয়েছে পাকিস্তান সিভিল এভিয়েশন অথরিটি (PCAA)। এ বিষয়ে পি সি এএ- কে সতর্ক করে আইসিএও।
দা এক্সপ্রেস ট্রিবিউন এর রিপোর্ট বলেছে, এই নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয় টিআই-এর বিমান এবং পাইলটদের বিশ্বের ১৮৮ দেশ থেকে ব্যান্ড করতে পারে আইসিওএ।
পাকিস্তানের পাইলট সংগঠন পাকিস্তান এয়ারলাইনস অ্যাসোসিয়েশন এর মুখপাত্র বলেন, "আই সি এও এ ধরনের সিদ্ধান্ত নিলে পাকিস্তানে বিমান পরিবহন শিল্পে বিপর্যয় নেমে আসবে।"
পালপা-র অভিযোগ, এ বছরের জুন থেকে বিষয়টি নিয়ে কর্তৃপক্ষকে বারবার জানিয়েছেন। কিন্তু কোন লাভ হয়নি।বিষয়টিতে হস্তক্ষেপ করার জন্য এবার তারা প্রধানমন্ত্রী ইমরান খানের দ্বারস্থ হয়েছেন বলে জানান পালাপা র মুখপাত্র। এই প্রথম নয়,এর আগেও পাকিস্তান এয়ারলাইন্স এর বিরুদ্ধে লাইসেন্স কেলেঙ্কারির অভিযোগ উঠেছিল। এই কেলেঙ্কারির জন্যই ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়নে পাকিস্তান ইন্টার্নেশনাল এয়ারলাইনস নিষিদ্ধ।
একটি মন্তব্য পোস্ট করুন