Image-Nusrat Jahan Instagram Profile

বশেষে লাভ জিহাদ নিয়ে মুখ খুললেন তৃণমূল কংগ্রেস সাংসদ নুসরাত জাহান। সোমবার ভারতীয় জনতা পার্টি এর নিন্দা করে তিনি বলেন, বাংলায় লাভার জিয়ার পাশে বসে থাকতে পার না। ধর্মকে রাজনীতির হাতিয়ার না করায় বোঝায় বুদ্ধিমানের কাজ। এক সাংবাদিক সম্মেলনে ভাষণ দিয়ে বসিরহাটের সাংসদ বলেন 'ভালোবাসা অত্যন্ত ব্যক্তিগত অনুভূতি। একই ভাষায় প্রকাশ করা যায় না। তেমনি বাংলার শাসক মমতা বন্দ্যোপাধ্যায় কখনো কারো উপরেই চাপিয়ে দেন না, কে কাকে বিয়ে করবে। কে কাকে ভালবাসবে।'নুসরত আরো বলেন, একুশে নির্বাচন রাজনীতির হাতিয়ার হিসেবে ভালোবাসাকে বেছে নেবে না। প্রত্যেক নির্বাচনের আগে ঘুরেফিরে এইসব বারেবারে কেন রাত দিন ফিরে আসে কিছুতেই বুঝতে পারিনা!'বিজেপির আগে বাংলাকে জানা উচিত। বাংলার ভাষা ও সংস্কৃতিকে বোঝা উচিত। তারপর যদি তারা বাংলা দখলের স্বপ্ন দেখে, হয়তো সফল হবেন।

Post a Comment

নবীনতর পূর্বতন