পরপর কয়েকদিন টানা লাফিয়ে বেড়ে চলার পর মঙ্গলবার দেশের করোনা গ্রাফ হলো সামান্য নিম্নমুখী। স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী , গত ২৪ ঘন্টা দেশে নতুন করে করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ২৩ হাজার ১৪৪ জন। সোমবার এই সংখ্যা ছিল সাড়ে তিন লক্ষ এর বেশি। সেই তুলনায় মঙ্গলবার প্রায় ২০ হাজার কমে গেছে সংক্রমিত সংখ্যা। গত ২৪ করোনায় মৃত্যু হয়েছে ২৭৭১ জনের। কোরনায় মৃত হয়েছে ছত্তিশগড়ের প্রবীণ কংগ্রেস সাংসদ করুণা শুক্লা। এই পরিসংখ্যানও সোমবারের তুলনায় সামান্য কম। ফলে দুই পরিসংখ্যানেই ক্ষণিক স্বস্তি মিলছে। তবে এই গ্রাফ আরও অনেকটা নিম্নমুখী হোক, এই আশায় দিন গুনছে স্বাস্থ্যমহল থেকে আমজনতা , সকলেই।
আরও পড়ুন:রাজভবনে আগুন, নিরাপদেই রয়েছেন রাজ্যপাল
স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান বলছে, এই মুহূর্তে দেশে মোট আ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ২৮ লক্ষ ৮২ হাজার ২০৪। গত ২৪ ঘন্টায় করোনামুক্ত হয়ে বাড়ি ফিরেছেন ২ লক্ষ ৫১ হাজার ৮২৭জন। দেশের মোট সুস্থ রোগীর সংখ্যা ১ কোটি ৪৫লক্ষ ৫৬ হাজার ২০৯। ইতিমধ্যে টিকাকরণ হয়েছে ১৪ কোটি ৫৬ হাজার ২০৯। গত পাঁচ দিন ধরে দেশের করোনা সংক্রমণের হার ক্রমশই ঊর্ধ্বমুখী হচ্ছিল। তিনদিনের মধ্যেই শংকর মৃতের সংখ্যা ছাড়িয়ে গিয়েছিল ১০ লক্ষ্যের গণ্ডি । তবে সেই ধারাবাহিকতায় মঙ্গলবার খানিক থমকে গেল। সামান্য হলেও সংক্রমণের হার কমলো কিছুটা।
এদিকে, করুনার দ্বিতীয় ধাপ পার মোকাবিলায় আরো শক্তিশালী হয়ে ঝাঁপাতে চাইছে ভারত। কোভিশিল্ড, কোভ্যাক্সিন- জোড়া ভ্যাকসিন দিয়ে চলছে টিকাটরণ। তবে আগামী মাসের গোড়ায় হাতে আসছে আরও একটি ভ্যাকসিন - রাশিয়ার 'স্পুটনিক ভি' (Sputnik V) । এই সময় থেকেই দেশের ১৮ বছরের ঊর্ধ্বে ব্যক্তিদের টিকাকরণ শুরু হবে। ফলে রাশিয়ার এই টিকা স্পুটনিক ভি হাতে এলে সেই কাজ আরও অনেকটা গতি সঞ্চার করবে আশায় কেন্দ্রের। সাম্প্রতিক পরিস্থিতিতে করোনা রোগীদের চিকিৎসায় সবচেয়ে বেশি প্রয়োজন অক্সিজেন। কিন্তু তার সংকট রয়েছে দেশে। সেই সংকট মেটাতে একাধিক উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। এখন প্রত্যাশা একটাই কোন যুদ্ধে ফের যেন জয়ী হয় ভারত।
আপনার মূল্যবান মতামত জানান কমেন্ট বক্সে।
একটি মন্তব্য পোস্ট করুন