![]() |
AddImage Source-Google|Image by-Subhajit Kutur Parui |
আসছে বুধবার থেকে বাংলায় চলতে পারে লোকাল ট্রেন। বৃহস্পতিবার নবান্ন ওই বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে বলে সূত্রের খবর।
যথাযথ যাত্রী পরিবহনের জন্য পূর্ব এবং দক্ষিণ-পূর্ব রেলের কাছে উপযুক্ত সংখ্যা ট্রেনের দাবি করেছিল রাজ্য। আর তারই পরিপ্রেক্ষিতে যথাযথ পরিষেবা ও যাত্রীদের ভিড় নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় সংখ্যায় পুলিশ প্রয়োজন বলেও রাজ্যকে জানায় রেল। বুধবার স্বরাষ্ট্রসচিব হরি কৃষ্ণ দ্বিবেদী ও পরিবহন সচিব রাজেশ কুমার সিনহার সঙ্গে লোকাল ট্রেন চালানোর জন্যস্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিয়োর প্রস্তুতি নিয়ে আলোচনার পর আবার বৃহস্পতিবার নবান্নে আসেন রেল কর্তারা। সেখানেই ঠিক হয়, সামনের বুধবার থেকে চলবে রাজ্যের লোকাল ট্রেন। ১৮১ জোড়া অর্থাৎ ৩৬২ টি লোকাল ট্রেন চালানো হবে। তবে, নতুন কোন সময় সূচি আপাতত চালু হচ্ছে না। পুরনো সময়সূচির মতই চলবে ট্রেন।
শিয়ালদা ডিভিশনের অতিরিক্ত গভীর হওয়ার কারণে এই ডিভিশনে আপাতত ১১৪ জোড়া অর্থাৎ ২২৮ ট্রেন, হাওড়া ডিভিশনে ৫০ জোড়া অর্থাৎ ১০০ লোকাল ট্রেন চলবে। বাকি ১৭ জোড়া অর্থাৎ ৩৪ টি ট্রেন চলবে দক্ষিণ-পূর্ব ডিভিশন অর্থাৎ খড়গপুর থেকে।
রাজ্য ও রেল পরস্পরের থেকে কি চাইছে, বুধবারের একঘন্টার বৈঠকে তাই নিয়ে আলোচনা হয়। রেলের একটি সূত্র জানিয়েছে, যে রাজ্য সরকার চায়, ব্যস্ত সময়ে হাওড়া শিয়ালদহ এবং খড়গপুর ডিভিশন মিলিয়ে ২১০ ট্রেন চালাক রেল।
ট্রেন চালানোর কি সাহায্য প্রয়োজন রেলের এসওপি। অন্যদিকে রাজ্যের দিকে মতো ট্রেন চালাতে হলে প্রয়োজন রাজ্য সরকার থেকে উপযুক্ত পুলিশসহ তার রাজ্য এই বিষয়ে সর্বত্র সাহায্যের আশ্বাস দিয়েছে।
করোনা ভাইরাস এর জেরে ২৩ মার্চ থেকে বন্ধ লোকাল ট্রেন পরিষেবা চালানোর জন্য রাজ্য রেল বৈঠক হয় ২রা নভেম্বর। ওই আলোচনায় প্রাথমিকভাবে ঠিক হয়,১০ থেকে ১৫ শতাংশ পরিষেবা দিয়ে লোকাল ট্রেন চালাতে শুরু করবে পূর্ব ও দক্ষিণ পূর্ব রেল। আর এর পরের দিনই স্বরাষ্ট্রসচিবকে চিঠিতে জানান,যে যাত্রীদের যথাযথ পরিবহন করতে যতখন লাগে, ততো ট্রেন চালানোর ব্যবস্থা করা হোক।তারই পরিপ্রেক্ষিতে ফের বুধবার আলোচনায় বসে রাজ্য ও রেল। তারপর আবার বৃহস্পতিবার। এরপর সোমবার ফের বৈঠকে বসবে দুপক্ষ। তবে, স্টেশনে ভীর সামলানোর দায়িত্ব রাজ্য পুলিশকে নিতে হবে বলে স্পষ্ট করে দিয়েছেন রেল। প্রতিটি স্টেশনের প্রবেশ পথে থাকবে নিরাপত্তারক্ষী। প্রত্যেকটি যাত্রীকে করা হবে থার্মাল স্ক্রীনিং।
একটি মন্তব্য পোস্ট করুন