সপ্তম দফায় অর্থাৎ আজ মুর্শিদাবাদের মোট ১১ টি আসনে চলছে ভোটগ্রহণ। সকাল থেকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির খবর প্রকাশ্যে আসছে। কোথাও ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ আবার কোথাও পোলিং এজেন্টের বসছে না দেওয়ার অভিযোগ ওঠে। এসবের মাঝে বেলা ১০ টা নাগাদ সুতির লক্ষ্মীপুরে তৃণমূলের পতাকা, ধারালো অস্ত ও আগ্নেয় অস্ত্র নিয়ে কয়েকজনকে ঘুরতে দেখে স্থানীয়রা। অভিযোগ, ভোটারদের বুথের যেতে বাধা দেয় তারা। এলাকায় রীতিমতো তাণ্ডব চালায়। ভয়ে আতঙ্কে বুথের দিকে পা বাড়াননি অনেকেই। স্থানীয়দের অভিযোগ, ভুতের ৪০০ মিটার এর মধ্যে দুষ্কৃতীরা তাণ্ডব চালালে ও দেখা মেলেনি পুলিশের। শুধু তাই নয় এমনকি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দেখা যায়নি।
তবে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে যারা ঘুরছে তাদের পরিচয় কি? স্থানীয়দের দাবি আড়াই লক্ষ টাকার বিনিময়ে ঝাড়খন্ড থেকে গুন্ডা ভাড়া করে এনেছে তৃণমূল। একেকটি দলে রয়েছে আটজন করে। এই দুষ্কৃতীরা ওই দলের সদস্য। যদিও এ বিষয়ে শাসক দলের কোনো প্রতিক্রিয়া এখনো মেলেনি। অন্যদিকে, এদিন মালদহের একটি বুথে কংগ্রেসের এক কর্মী ব্লেড দিয়ে আক্রমণের অভিযোগ উঠেছে দলেরই এক নেতার বিরুদ্ধে। সেই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে চাঁচোলে।
আপনার মতামত দিন কমেন্ট বক্সে।
একটি মন্তব্য পোস্ট করুন