লিউডের ফের কোরনা আক্রান্ত হলেন বিজেপি প্রার্থী‌ পার্নো মিত্র ( Parno Mittra) । সোমবার সকালে সোশ্যাল মিডিয়ায় এই কথা জানিয়েছেন পার্নো। নিজের পোস্টে পার্নো লিখেছেন,"সকলের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে চাই। 
 
 
আমি কোভিড পজেটিভ। যাই হোক, সকলের আরোগ কামনার জন্য ধন্যবাদ। অসুস্থ হলেও আমি তাড়াতাড়ি সেরে উঠেছি। আমার খুবই খারাপ লাগছে যে আমি এবার ভোট দিতে পারছিনা এবং ভবিষ্যতে আমার নতুন সফর কি হতে চলেছে তাও সাক্ষী থাকতে পারছি না। কিন্তু যাত্রা এখনো শেষ হতে বহু দেরি এবং আমরা আমাদের লক্ষ্যে অবিচল থাকবো। গত সাত দিনে আমার কাছাকাছি যারা এসেছেন প্রত্যেককে করেনটাইনে যাওয়ার এবং ক্রোনার পরীক্ষা করার অনুরোধ রইলো। ভাল থাকবেন সবাই । সবশেষে বলতে চাই, দয়া করে নিরাপদ থাকবেন, মাক্স পরবেন। আসুন আমরা সকলে সুস্থ, আনন্দের এবং উজ্জ্বল ভবিষ্যতের জন্য প্রার্থনা করি।"

করুনার দ্বিতীয় অধ্যায়ের বেসামাল গোটা দেশ। বলিউডের পাশাপাশি টলিউডে একের পর এক তারকারা কোরনা আক্রান্ত হচ্ছেন । গত মঙ্গলবার কোরষা আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন অভিনেতা জিৎ(Jeet) এবং অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় ( Subhashree Ganguly) । তারপরই কোন আক্রান্ত হন অভিনেতা ঋতব্রত মুখোপাধ্যায়। কোভিড পজেটিভ অভিনেত্রী চৈতি ঘোষাল ও। প্রত্যেকেই আইসোলেশনে রয়েছেন। ডাক্তারের পরামর্শ মেনে চলছেন সবাই। তবে অভিনেত্রী হওয়ার পাশাপাশি পার্নো বরানগরের বিজেপি প্রার্থী (BJP Baranagar Candidate)। সেই সুবাদে নানা জায়গায় প্রাচার করেছেন। আর তাতেই চিন্তা অনেকের।
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
আপনার মন্তব্য জানান কমেন্ট বক্সে।

Post a Comment

নবীনতর পূর্বতন