ক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল ২০১৮ সালে।পরিচালক আনন্দ এল রাই এর এই সীমা মুখ থুবড়ে পড়ার পর থেকে এখনো পর্যন্ত শাহরুখ খানকে আর কোন সিনেমায় দেখা যায়নি। ৫৫ জন্মদিনের পর জানা যায় শীঘ্রই বড় পর্দায় ফিরছেন শাহরুখ। সিদ্ধার্ত আনন্দের 'পাঠান' দিয়ে ফের বলিউডে রাস করতে হাজির হচ্ছেন কিং খান।



  সিদ্ধার্থ আনন্দের পাঠানে শাহরুখ খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন দীপিকা পাড়ুকোন এবং জন ইব্রাহিম। শোনা যাচ্ছে, নভেম্বর মাসের শেষ থেকে পাঠানো শুটিং শুরু করবেন শাহরুখ। যদিও এখনও পর্যন্ত পড়ে হাজির হননি কিং খান। শীঘ্রই পাঠানি সুট শুরু হতে চলেছে আর শুরু হলেই সেখানে দেখা যাবে সালমান খানকেও। সূত্রের খবর, শাহরুখের পাঠানো ক্যামিও হিসেবে দেখা যাবে সালমানকে।এর আগে কুচ কুচ হোতা হে থেকে টিউলাইট কিম্বা জিরো শাহরুখ এবং সালমানের সিনেমায় দুজনকে একে অপরের পরিপূরক হিসাবে দেখা গিয়েছে। এবার শাহরুখের সিনেমা ক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না বলেই খবর।




তবে এই মুহূর্তে পরিচালক শকুন বাত্রা সিনেমা নিয়ে ব্যস্ত দীপিকা। সিদ্ধান্ত চতুর্বেদী এবং অনন্যা পান্ডের সংগীত এই সিনেমায় স্ক্রিন শেয়ার করছেন দীপিকা। এসবের পাশাপাশি আরও জানা যাচ্ছে, প্রভাস এবং সাইফ আলী খানের আদি পুরুষের জন্য দীপিকার ছিলেন প্রথম পছন্দ।তবে মাদক মামলায় নাম জন্মের পর আদিপুরুষের আর্থিক তাকে দেখা যাবে কি না,তা নিয়ে প্রশ্ন উঠছে।

আরও পড়ুন: অঙ্কুশ-ঐন্দ্রিলার বিয়ে করছে, তাদের বিয়ের পিঁড়িতে বসতে আর কতো দিন



তবে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর ‌ বলিউড পাড়ায় যে ঝড় উঠেছে। সেই ঝড়ে পাঠান টিকবে কিনা তা প্রশ্ন রেখে দেয়। শাহরুখ এবং সালমান সঙ্গে জন ইব্রাহিম এর মত এমন জনপ্রিয় নায়ক কি সিনেমা প্রেমিক দে হলে টানতে সক্ষম হবে। সেটা সময়ই বলে দেবে। সালমান খান কে যুক্ত করে, কিং খান কি নিজের সর্বনাশ ডেকে নিজেই ডেকে আনছেন?

Post a Comment

নবীনতর পূর্বতন