Instagram-Ankush Official
অঙ্
কুশ এবং ঐন্দ্রিলার প্রেম কথা তো আমরা সবাই জানি সেটা ইনস্টাগ্রাম হ্যান্ডেল হোক অথবা টুইটার ফেসবুক। মোটামুটি চোখ রাখলে তাদের কেমিস্ট্রি চোখে পড়ার মতো। তবে তারা কবে বিয়ে করছে সেটা হয়তো কারো জানা নেই। এনিয়ে টলি পাড়ায় নানা জল্পনা-কল্পনা শোনাই যায়। এমনকি তাদের ঘনিষ্ঠ বন্ধুদের কাছে উত্তর নেই এর সঠিক।


তবে আর অপেক্ষা না শেষমেশ প্রায় মনস্থির করে ফেলেছেন অঙ্কুশ বলেছেন যে, '2021 এ বিয়েটা সেরেই নেবেন। তিনি নিশ্চিত করলেন, আগামী বছরের প্রথম তিন মাসের মধ্যেই বিয়েটা সেরে ফেলবো। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য আরো কিছুটা সময় প্রয়োজন । তবে 2021 এ যে বিয়ে করব সেটা নিশ্চিত'।


কেন আগামী বছর বিয়ে সেরে ফেলতে চাইছেন তারা? অঙ্কুশের উত্তর, 'আসলেই আমাদের একসঙ্গে চারটি ছবি রিলিজের কথা আছে পরের বছর।তাই মনে হচ্ছে এবার একসঙ্গে থাকাটাই ভালো হবে। অভিনয়ের ক্লাস বা জিম সব জায়গায় একসঙ্গে যেতে সুবিধা হবে। তাই ভাবছি বিয়েটা সেরে ফেলি'।

অঙ্কুশ ঐন্দ্রিলার বিয়ে যে বেশ ধুমধাম করে হবে সে বিষয়ে সন্দেহ নেই। টলিপাড়ায় তাদের বেশ কিছু বন্ধুও রয়েছেন, যারা এই বিয়ের জন্য অপেক্ষা করছেন। অঙ্কুশের বক্তব্য,'পরিবারের সঙ্গে আরও কিছু আলোচনা করে নিয়ে, সবকিছু চূড়ান্ত করতে পারব। তবে আমি নতুন বছরের গোড়াতেই বিয়ে করার ভাবনা নিয়ে এগুচ্ছি'।



সম্প্রতি অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য সাত পাকে বাঁধা পড়লেন। টুইটারে তাকে শুভেচ্ছা জানিয়ে অঙ্কুশ লিখেছেন, 'শীঘ্রই যোগ দিয়েছি তোমার দলে'। টলিপাড়ায় অনেক মন খারাপ করার খবরের মধ্যে, এমন খবর শুনে সকলি যে খুশি হবে, তাতে কোনো সংশয় নেই।

Post a Comment

নবীনতর পূর্বতন