![]() |
Graphics by-The Bong Recycle |
টুইটারে বাইডেন লিখেন,"আমেরিকা এই মহান দেশকে নেতৃত্ব দেয়ার জন্য আমাকে বেছে নিয়েছেন আপনার, তার জন্য সম্মানিত বোধ করছি।সামনে অনেক কঠিন কাজ রয়েছে, কিন্তু কথা দিচ্ছি, আমেরিকার সমস্ত নাগরিকের প্রেসিডেন্ট হিসেবে কাজ করবো আমি, সে আপনারা আমাকে ভোট দিয়ে থাকুন বা না দিয়ে থাকুন। সে বিশ্বাস আপনারা আমার উপর রেখেছেন তার মর্যাদা রাখব।"America, I’m honored that you have chosen me to lead our great country.
— Joe Biden (@JoeBiden) November 7, 2020
The work ahead of us will be hard, but I promise you this: I will be a President for all Americans — whether you voted for me or not.
I will keep the faith that you have placed in me. pic.twitter.com/moA9qhmjn8
জয় নিশ্চিত হবার পর টুইটারে কামার হ্যারিস লিখেন,"জো বাইডেন বা আমি নই, এবারের নির্বাচনের গুরুত্ব অনেক বেশি। এর সঙ্গে আমেরিকার আত্মা জড়িয়ে রয়েছে।জড়িয়ে রয়েছে এক সঙ্গে লড়াই করার অদম্য জেদ। সামনে অনেক কাজ। চলুন পথ চলা শুরু করি।"This election is about so much more than @JoeBiden or me. It’s about the soul of America and our willingness to fight for it. We have a lot of work ahead of us. Let’s get started.pic.twitter.com/Bb9JZpggLN
— Kamala Harris (@KamalaHarris) November 7, 2020
We did it, @JoeBiden. pic.twitter.com/oCgeylsjB4
— Kamala Harris (@KamalaHarris) November 7, 2020
Congratulations @JoeBiden on your spectacular victory! As the VP, your contribution to strengthening Indo-US relations was critical and invaluable. I look forward to working closely together once again to take India-US relations to greater heights. pic.twitter.com/yAOCEcs9bN
— Narendra Modi (@narendramodi) November 7, 2020
একটি মন্তব্য পোস্ট করুন