![]() |
নোভেল কোরনা ভাইরাসের উৎস সন্ধানে চলতি জানুয়ারি মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এর বিজ্ঞানীদের নিয়ে গঠিত একটি দল চিনে যাওয়ার কথা রয়েছে। হু এর এই প্রতিনিধি দলে ১০ জন বিজ্ঞানী থাকবেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই সফরের আগে আগে আরো একবার মার্কিন দাবি তীব্রভাবে নস্যাৎ করে দিল চিন। তাদের দাবি, ওহান ল্যাব থেকে করোনা ভাইরাস ছড়ায়নি। চিনের দাবি, বিশ্বের একাধিক প্রান্ত থেকে পৃথকভবে এই ভাইরাস উৎপন্ন হয়েছে। চিনা বিদেশ মন্ত্রকের মুখপাত্র হুয়াং চুনিং সোমবার নতুন করে মার্কিন অভিযোগ খন্ডন করেন।
২০১৯ এ ডিসেম্বর চিনের উহানে প্রথম করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। চিনের চৌহদ্দি ছাড়িয়ে ক্রমে গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে। মহামারীর আকার নেয়। প্রাণঘাতী এই ভাইরাসের জন্য আমেরিকা প্রথম থেকেই চিনের উপর দায় চাপিয়ে যাচ্ছে। তারাই এই ভয়ঙ্কর ভাইরাসের সবথেকে বড় শিকার'। সংক্রমণ ও মৃত্যুর শীর্ষে আমেরিকা যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, এই ভাইরাস উহানের ল্যাবে তৈরি। আর সেখান থেকেই ছড়িয়েছে সারা বিশ্বে।
তবে, চিন্তা কখনোই মানতে নারাজ। উল্টে চীনের সাফাই, তারাই প্রথম এই ভাইরাসকে চিহ্নিত করে বিশ্ববাসীর নজরে এনেছে। চিন অভিযোগ করলেও আমেরিকা তা মানেন নি। বিশ্বের আরো অনেক দেশের ধারণা, করুণা ভাইরাসের উৎস চিন ই। এই চাপ অনতরের মধ্যই গত বছরের মে মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সিদ্ধান্ত নেয়, সন্দেহ নিরসনে চিনে যাবে তাদের বিজ্ঞানীরা। শুধু চিন নয়, ভাইরাসের অনুসন্ধানে আরও কয়েকটি দেশে যাবেন WHO এর গবেষণাকরা।
যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই সফর নিয়ে বেজিং নীরব রয়েছে। সরকারিভাবে এ বিষয়ে কিছু জানানো হয়নি। ফুল প্রতিনিধি দলকে আদৌ উহান শহরের যেতে দেওয়া হবে কিনা তা নিয়ে নিশ্চুপ চিনা সরকার।
সাংবাদিকরা এ বিষয়ে জানতে চাইলে বলেন,'সত্যি বলতে কি আমাদের কাছে হু এর সফর নিয়ে বিশদ কোন তথ্য নেই।'তিনি জানান, হু এর ওই প্রতিনিধিদল কে সব রকম ভাবে সহযোগিতা করবে বেজিং। উহানের যে পশুর মাংসের মার্কেট থেকে করোনা ভাইরাস ছড়িয়েছিল, প্রায় এক বছর হয়ে গেল সেটি কিন্তু বন্ধ রয়েছে। ফের সংক্রমণের আশঙ্কায় মার্কেট খোলার অনুমতি দেয়া হয়নি।
কমেন্ট বক্সে আপনার মতামত জানান।
একটি মন্তব্য পোস্ট করুন