ভারতীয় পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (BPCL) এ থাকা নিজের সম্পূর্ণ অংশীদারিত্ব বিক্রি করে দিতে চাইছেন কেন্দ্রীয় সরকার। প্রাথমিক গোষ্ঠী সহ বেদান্ত গোষ্ঠী,মোট তিনটি দরপত্র জমা দিয়েছেন। এদিকে ভারত গ্যাস হল ভারত পেট্রোলিয়াম এর একটি ব্র্যান্ড। এই ব্র্যান্ডের আওতায় যেমন LPG(পেট্রোল এবং ডিজেল) বিক্রি করে তারা। দেশজুড়ে Bharatgas এর গ্রাহক সংখ্যা ৪ কোটি ২০ লক্ষেরও বেশি। ফলে কোম্পানি বেসরকারি হয়ে গেলে রান্নার গ্যাসে কেন্দ্র সরকারের যে ভর্তুকি দেয় তা কি থাকবে, সেই প্রশ্নই অসংখ্য গ্রাহকের মাথায় ঘুরপাক খেতে শুরু করেছে। আর এই বিষয়ে সরকারের তরফ থেকে কোনো বিবৃতি না আসায় মানুষের সংশয়, আশঙ্কা এবং উদ্বেগ বৃদ্ধি পেয়েছে। অবশেষে এই বিষয়ে অবস্থান স্পষ্ট করলো কেন্দ্রীয় সরকার।




সম্প্রতি কেন্দ্রীয় তেলমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন, ভারত পেট্রোলিয়ামের বেসরকারিকরণের পরেও ভারত গ্যাসের এর গ্রাহকদের রান্নার গ্যাসে ভর্তুকি বন্ধ হবে না। এখনকার মতই গ্যাসের সিলিন্ডারে ভর্তুকি টাকা পেয়ে যাবেন তারা।যে কারণে ভারত গ্যাসের গ্রাহকদের উদ্বিগ্ন না হওয়ার আবেদন করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী তথা ধর্মেন্দ্র প্রধান। মন্ত্রী কথায়, 'রান্নার গ্যাসে ভর্তুকি কোন কোম্পানির মাধ্যমে গ্রাহকদের দেওয়া হয় না। সরকারের তরফে সরাসরি তা গ্রাহকদের কাছে পৌঁছে যায়। পেট্রোল বা ডিজেল বিক্রি করে এমন সংস্থার মালিকানা কার হাতে থাকল তার ফলে কিছু যায় আসে না।'মন্ত্রীর আরও বলেছেন,'যেহেতু ভর্তুকির অর্থ সরাসরি গ্রাহকের কাছে পৌঁছে যায় ফলে সেই কোম্পানি রাষ্ট্রয়ত্ত বা বেসরকারি তা সম্পূর্ণভাবে প্রাসঙ্গিক। আগে ভারত পেট্রোলিয়াম LPG তে যে ভর্তুকি পাওয়া যেত বেসরকারিকরণের পরেও একইভাবে ভর্তুকি পাওয়া যাবে'‌


BPCL -এ কেন্দ্রের হাতে থাকা সম্পূর্ণ ৫২.৯৮% অংশীদারিত্ব বিক্রি সংক্রান্ত একটি প্রস্তাব এক বছর আগে কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদন করেছে। বর্তমানে বিপিসিএল এর বাজার মূল্য ৮৯,৫২৫.০৬ কোটি টাকা। যেটা হিসাব করে দাঁড়ায়, ৫২.৯৮% অংশীদারিত্ব যদি বেঁচে  তাহলে সরকারের কোষাগারে ৪৭,৪৩০ কোটি টাকার মতো ঢুকবে। ২০১৩ সালে তৎকালীন ইউপিএ- ২ সরকারের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী বিরাপ্পা মইলি রান্নার গ্যাসে ডিবিটি(Direct Benefit Transfer) প্রকল্প চালু করেন।সেই তখন থেকেই আদর সংযুক্ত নির্দিষ্ট ব্যাংক একাউন্টে রান্নার গ্যাসের ভর্তুকি টাকা পেয়ে আসছেন গ্রাহকরা।


তবে আপনার কি মনে হয় এটি মানুষের বোকা বানানোর কোন প্রকল্প নাতো। যদি সরকারের সদিচ্ছা থাকে, যে গ্যাসে ভর্তুকি দিয়ে দরিদ্র মানুষের সুবিধা প্রদান করা। তাহলে সরকার এমন পদক্ষেপ কেনই বা নেবে! আপনার কি মনে হয় কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। 

Post a Comment

নবীনতর পূর্বতন