লা হয় বাংলা গানের জগতের রক মিউজিকের জন্ম নাকি তার হাত ধরেই হয়েছে। তার তৈরি বাংলা ব্যান্ডের বয়স কুড়ি বছর হয়ে গেলেও। আজও যখন স্টেজে উঠে তখন দর্শকের হাততালিতে ফেটে পড়ে। তিনি কে? তার এই জনপ্রিয়তার কারণে বাকি? আসুন শুনানি আজ তার গল্পটাই।


ছেলেটা জন্ম হয়েছিল  1974 সালের 25 শে জানুয়ারি, বাবা নুরুল ইসলাম এবং মা ছন্দিতা ইসলাম। দুজনেই ছিলেন মিউজিক জগতের লোক তাই সুর আর ছন্দের সাথে খুব ছোট বয়সেই পরিচয় হয়ে যায় ছেলেটি। মাত্র চার বছর বয়সেই তার বাবা-মার মিউজিক গ্রুপ ঝংকার শিল্পী গোষ্ঠীর সাথে স্টেজে পারফর্ম করতে সে। তার বয়স 9 বছর হওয়ার আগেই শিশুশিল্পী হিসেবে আকাশবাণী ও দূরদর্শন এ কাজ করে ফেলেছিল। কলকাতার প্রায় সমস্ত নামি অডিটরিয়ামে গান গাওয়া হয়ে গেছিল তার। সংগীতচর্চার পাশাপাশি ইংরেজি ভাষায় অনার্স নিয়ে গ্রাজুয়েশন পাস করে আশুতোষ কলেজ থেকে। 


গ্রাজুয়েশন ডিগ্রি লাভ করার পর, ছেলেটি ইংরেজি শিক্ষক হিসেবে টাকি বয়েজ স্কুলে জয়েন করে। মাইকেল জ্যাকসন, জিম মরিসন, কার্জ কোবিন এবং গৌতম চট্টোপাধ্যায় বরাবরই ইনস্পিরেশন ছিলেন তার কাছে। ভারতীয় ক্লাসিকাল সঙ্গীত এর ট্রেনিং নিয়ে ছিল ছেলেটি। 1998 সালে সে তার নিজের ব্যান্ড তৈরি করে নাম দেয় ফ সি ল্ স (FOSSILS)। এই একই বছরে তোর ভরসাতে নামের একটি সোলো অ্যালবাম রিলিজ করে সে। এই অ্যালবামটি মানুষের মধ্যে এতটাই জনপ্রিয়তা লাভ করে যে 2003 সালে নীল রং ছিল ভীষণ প্রিয় নাম দিয়ে এদিকে আবারও রিলিজ করা হয়। মাত্র পাঁচ বছরের মধ্যেই বাংলা ব্যান্ডের জগতে ফসিলস রীতিমত বিখ্যাত নাম হয়ে দাঁড়ায়। নিজের মিউজিক ক্যারিয়ারের উপরেই সম্পূর্ণভাবে ফোকাস করবে বলে 2006 সালে স্কুলে চাকরি ছেড়ে দেয় ছেলেটা। 2007 সালে আরএনবি নামে একটি ডুয়ো অ্যালবাম রিলিজ করে সে। যেটি ছিল সেই বছরের সবথেকে বেশি বিক্রি হওয়া মিউজিক অ্যালবাম। 2010 সালের ন হন্যতে নামে ছেলেটির দ্বিতীয় অ্যালবাম শোলো অ্যালবামটি রিলিজ হয়। 

আরও পড়ুন:মা হিসেবে কেমন সানি লিওনি? সানি লিওনের আনটোল্ড স্টোরি !

এই অ্যালবামটিও বিপুল পরিমাণে বিক্রি হয়। এই একই বছর মহানগর কলকাতা নামের ফিল্মের প্লেব্যাক সিঙ্গার হিসেবে ছেলেটি জিতে নেয় নেশনাল ফিলম আওয়ার্ড। 2011 সালে তার একক অ্যালবাম নিষ্ক্রমণ রিলিজের আগেই সুপার হিট হয়ে যায়। এই অ্যালবামের প্রত্যেকটা গান লাইভ রেকর্ড করা হয়েছিল। এতক্ষণে আর বুঝতে বাকি নেই নিশ্চয়ই হ্যাঁ, আমরা কথা বলছি বাংলা ব্যান্ডের রক মিউজিকের ঈশ্বর রুপম ইসলাম কে নিয়ে। যিনি একাধারে একজন গায়ক, কম্পোজার এবং লেখক। 2013 সালের  তাদের ফসিলস ফোর নামের অ্যালবামটি রিলিজের আগেই দর্শকদের জন্য অনলাইন স্ট্রিম করা হয়েছিল। এটিও সুপারহিট হয়। 2014 সালে তেলুগু ফিল্ম পিল্লা নন্ভু লিনি জিভিথমে, নিলি নিলি কাল্লাডানা নাম দিয়ে ডেবিউ করেন রুপাম। এরপর 2017 সালে আসে তার অন্যতম বড় প্রজেক্ট নতুন নিয়ম। এই অ্যালবামের প্রতিটা গান রুপম নিজে লেখেন সুরও নিজেই দেন।

 

এমনকি এই অ্যালবামে ব্যবহৃত প্রত্যেকটি বাদ্যযন্ত্র তিনি নিজেই বাজিয়েছিলেন। এই মিউজিক অ্যালবামের একাধিক গান বেশ কিছু সময় পর্যন্ত ইউটিউবে ট্রেন্ডিং এর তালিকায় ছিল। এ ছাড়াও বেশকিছু টিভি প্রোগ্রাম ও বিজ্ঞাপনের জন্য জিংগেল তৈরি করেন রুপম। 2007 থেকে 2008 সাল পর্যন্ত রুপম অন দ্য রক্স নামের একটি শো হোস্ট করেন তিনি। তার জীবনের দুই অবিচ্ছেদ্য অঙ্গ মিউজিক এবং সাহিত্যকে তিনি মিলিয়ে দিয়েছেন। তাঁর লেখা এপিটাফ এবং রুপম অন দ্য রক্স বই দুটিতে। ভালো থাকুন রুপম ইসলাম ভালো থাকুক বাংলা রক মিউজিক জয় রক।

Cradit-UltiMad Media youtube

আরও পড়ুন:ট্যাক্সি ড্রাইভার থেকে বলিউড খ্যাত অভিনেতা !

 

Post a Comment

নবীনতর পূর্বতন