মানিকে মাগে হিথে বর্তমানে এই একটা গানই মশগুল ভারতসহ বাংলাদেশের নানা বয়সের সঙ্গীতপ্রেমীরা। সিনেমার তারকা থেকে শুরু করে সিরিয়ালের সেলিব্রেটিরা পাশাপাশি সাধারণ জনগণ ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ সর্বত্র বাজিয়ে চলেছেন এই গান। মূলত সিংহলি ভাষায় লেখা এই গান আজ ভাষার বেড়াজাল টপকে রিক্রিয়েট করা হচ্ছে বাংলা, হিন্দি, ইংরেজি ও তামিল ভাষায়। 28 বছরের শ্রীলংকান কন্যার কণ্ঠের জাদুতে আচ্ছন্ন আট থেকে আশি। কি নাম এই গায়িকার ? চলুন আজ শোনা যাক তার গল্পটাই।  1993 সালের 30 শে জুলাই শ্রীলঙ্কা কলম্বো শহরে জন্ম নেন ইওহানি দিনকা ডি সিলভা (Yohani Dinoka De Silva)। আজ্ঞে হ্যাঁ, বর্তমানে ইও হানি নামে জনপ্রিয় এই গায়িকার এটাই পুরো নাম। বাবা প্রসন্ন ডি সিলভা(Prasanna De Silva) ছিলেন একজন আর্মি অফিসার,মা দিনিতি ডি সিলভা  ছিলেন শ্রীলঙ্কান একজন অবসরপ্রাপ্ত এয়ার হোস্টেস.

 

ইওহানির একটি বোনও আছে নাম সাভেন্দ্রি। যে বর্তমানে ডাক্তারি পড়ছে। বাবা আর্মিতে থাকার দরুন ছিলেন ভীষনই কড়া এবং ডিসিপ্লিন। তিনি চাইতেন দুই মেয়ে মন দিয়ে পড়াশোনা করে বড় হয়ে প্রতিষ্ঠিত হোক। কিন্তু ছোট থেকেই বড় মেয়ে ইওহানি গান বাজনা নিয়ে সারাক্ষণ পড়ে থাকত। আর এটা লক্ষ্য করেই ইওহানীর মা তাকে ভর্তি করিয়ে দেন মিউজিক স্কুলে। গান-বাজনার পাশাপাশি সে খেলাধুলাতেও তোখড় ছিল। সাঁতার থেকে শুরু করে ওয়াটারপোলোও। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন ইওহানী পারদর্শী ছিল সব কিছুতেই। কিন্তু যেহেতু বাবার স্বপ্ন ছিল তারা পড়ালেখা এর মাধ্যমে জীবনে প্রতিষ্ঠিত হোক তাই স্কুল শেষের পথে চলে যেতে হয় ইউনাইটেড কিংডম এ। সেখানে গিয়ে লজিস্টিক ম্যানেজমেন্ট এবং প্রফেশনাল একাউন্টিং এর উপর ডিগ্রি লাভ করেন ইয়ো হানি। আর এই সময়টাতেই বিভিন্ন ধরনের পাশ্চাত্য সঙ্গীত শোনার প্রভাবে মিউজিকের ভূত আরো একবার চেপে বসে তার মাথায়।

 

গান বাজনা নিয়ে চর্চা চলতে থাকে পুরোদমে। 2019 সালে শ্রীলঙ্কায় ফেরার পর ফেসবুকে আপলোড করা কিছু গানের কভার শুনে কলম্বোর   নামকরা রেকর্ড লেবেল কোম্পানি 'পেটা এফেক্ট'  নিজেদের শো এ গান করবার সুযোগ দেয়। তারপর একে একে কোরটু নামক নুডুলস কম্পানি, রেডবুলের মতো বিখ্যাত সংস্থার বিজ্ঞাপনের গান গাওয়ার সুযোগ চলে আসে তার কাছে। পাশাপাশি ইওহানি ইউটিউবে নিজের কন্ঠে গাওয়া বিভিন্ন অরিজিনাল সং আপলোড করতে থাকেন। 2021 সালের মে মাস ইউটিউব আপলোড করা হলো ইওহানির গাওয়া একটি কভার, নাম 'মানিকে মাগে হিতে'  প্রথম কয়েকদিন ভিউজের পরিমাণ ছিল খুবই সামান্য। কিন্তু তারপরই আচমকা যেন ঝড় বইতে শুরু করল। শ্রীলংকার সীমানা টপকে সেই গান ধীরে ধীরে ছড়িয়ে পরলো ভারত, বাংলাদেশ, পাকিস্তান এমনকি পাশ্চাত্যেও। বর্তমানে ইউটিউব এর এই গানের ভিউ সংখ্যা 64 মিলিয়ন অর্থাৎ সাড়ে ছয় কোটি লোক ইতিমধ্যে শুনে ফেলেছি এই গান।

আরও পড়ুন:ঋতাভরী চক্রবর্তী ‌এই নামটি আজ গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে ঝড় তোলে, তিনি‌ বরাবরই ছিলেন খুব প্রতিভাশালী 


'মিউজিক এজ নো ল্যাঙ্গুয়েজ, নো‌-বাউনডারিস, নো-ভ্যেরিয়াস' এমনটা আমরা প্রায়ই শুনে থাকি। আর এই কথাকে আরও একবার সত্যি প্রমাণিত করল এই 'মানিকে মাগে হিথে' গানটা। ভালো থাকুন ইওহানি। আশা রাখি আগামী দিনে আপনার গাওয়া প্রতিটা গানি এরকম ভাবেই জনপ্রিয় হয়ে উঠবে। আপনাকে দেখে বাকি শিল্পীরাও সাহস পাবে এগিয়ে আসার। কারণ আজকে ইন্টারনেটের যুগে প্রকৃত ট্যালেন্ট কি কেউ আটকে রাখতে পারে না।


আরও পড়ুন:স্বস্তিকা মুখোপাধ্যায়ের নিয়ে কিছু অজনা কথা, কলকাতার হট কুইন!

 

 

Post a Comment

নবীনতর পূর্বতন