কলম এবং ছবি-তন্ময় মাহাতো
আজকের এই দিনটিকে বিশ্বজুড়ে বিভিন্ন জায়গায় অনেক যত্ন এবং সমারোহে পালন করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ অভিযান (Tree planting campaign) চালানো দরকার এ বিষয়ে নানান বিতর্ক ও আলোচনাসভার আয়োজন করা হয়। কিন্তু, শুধুমাত্র এই দিনটিই বা আরও কয়েকদিন এর আবহ বিদ্যমান। তারপর, আবারও দিন চলে যায়, সময় বয়ে যায় কিন্তু বাস্তবিকই বৃক্ষরোপণের উদ্যোগ হয়ে ওঠে না!
জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে বৃক্ষরোপণ না হলেও বৃক্ষছেদন ঠিকই হয়ে চলেছে! যার কারণে দিনদিন উষ্ণতা বৃদ্ধি (Increased warmth) পাচ্ছে, ফলস্বরূপ কখনো মেরু অঞ্চলের বরফ গলতে শুরু করছে, কখনো বা উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বা ঘূর্ণিঝড়ের প্রভাবে তছনছ প্রাণীকূল অথবা তার পরিবেশ।
করণীয়: সময় ও সুযোগ বুঝে প্রচুর পরিমাণে গাছ লাগানো ও তার পরিচর্যা করা। খুব অসুবিধা ও প্রয়োজন বিনা গাছ না কাটা, একটি বড়ো গাছ কাটলে পরিবর্তে তিনটি চারাগাছ লাগানো ইত্যাদি। তবে বৃক্ষরোপণের সাথে সাথে প্রান্তিক বা উপকূলীয় অঞ্চলে নদীবাঁধ মজবুতির দিকেও নজর দেওয়া বিশেষ প্রয়োজন।
একটি মন্তব্য পোস্ট করুন