কি জানালেন তিনি? টলিউডের টপ অভিনেত্রীদের মধ্যে নুসরাত জাহান (Nusrat Jahan) নামটি কারো অজানা নয়। গত ২০১৯ থেকে সাতপাকে বাধা পড়ে ছিলেন ব্যবসায়ী নিখিল জৈনের সাথে। বেশ জাঁকজমক করেই হয়েছিল তাদের বিয়ে। কিন্তু বিয়েটা এক বছরের মাথায় গিয়ে ভেঙে গেল। টিকনা সেই বিয়েটা। গত বছর ২০২০ সালের দুর্গাপূজার পর থেকেই আলাদা হয়ে গেছেন দুইজন। এখনো ডিভোর্স এর কার্যক্রম চলছে তাদের দুজনের মধ্যে।
আর এরই মধ্যে অন্তরঙ্গ (Intimate) বেড়েছে টলিউড অভিনেতা যশ দাশগুপ্তের (Yash Dasgupta) সঙ্গে। মাঝেমধ্যেই তাদেরকে একসাথে সময় কাটাতে দেখা যায়। আর এরই মধ্যে এই চাঞ্চল্যকর খবরটি সামনে এলো। আনন্দবাজার পত্রিকা থেকে জানা যায় । গত শুক্রবার নুসরাতের মা হওয়ার খবরটি ছড়িয়ে পড়ে ঝড়ের বেগে। এ থেকে জানা যায় যে যশ এবং নুসরাতের পরিবারে আসতে চলেছে নতুন সদস্য। আরো জানতে পারা গিয়েছে একমাস আগে থেকেই নাকি ঘনিষ্ঠ মহল জানতে পেরেছিল তাদের ঘরে আসতে চলেছে নতুন সদস্য।
আরও পড়ুন: ৫ই জুন, বিশ্ব পরিবেশ দিবস
আর সেই কথাই সরাসরি আনন্দবাজার জিজ্ঞাসা করল নিখিল জৈনের কছে। নিখিল জৈন নির্দ্বিধায় বললেন নুসরাত জাহান মা হচ্ছে তাতে আমার কোনো মাথাব্যথা নেই। অনেকদিন ধরেই নুসরাত আমি একসঙ্গে থাকছি না বেশ কয়েক মাস হয়ে গেল। আর আমাদের মধ্যে তেমন সম্পর্ক নেই। তাই এই বাচ্চা (Baby) কখনোই আমার হতে পারে না। তবে এই বাচ্চাটি কার এটি জানতে আরো কয়েকদিন অপেক্ষা করতে হবে। ধৈর্য ধরতে হবে আপনাদের কেউ। আপনার কি মনে হয়, এই বাচ্ছা কার?
একটি মন্তব্য পোস্ট করুন