নি
র্বাচনের মতো টানটান নাটক চললো নন্দীগ্রাম ঘিরে । মহানাটকের পর শেষমেষ নন্দীগ্রামে জয়ের হাসি হাসলেন শুভেন্দু অধিকারী (Suvandu Adhikari)। জয় ঘোষনা পরই  তিনি টুইটারে BJP নেতা লেখেন,'আমার উপর বিশ্বাস ও ভরসা রাখার জন্য নন্দীগ্রামের প্রতিটি মানুষকে অসংখ্য ধন্যবাদ। এই জয় নন্দীগ্রামের প্রতিটি মানুষের জয়। আগামী দিনে নন্দীগ্রামের উন্নয়নের লক্ষ্যে কাজ করাই আমার সংকল্প।'

উল্লেখ্য নন্দীগ্রামে জয়ী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই খবর প্রথমে সামনে আসে । যা ANI সুত্রে পাওয়া যখয় কিন্তু কিছুক্ষণ বাদেই জানা যায় নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামে নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছেন মমতা। এই নিয়ে এদিন সাংবাদিক বৈঠকে তৃণমূল নেত্রী বলেছেন,'কারচুপি হয়েছে আমরা কোর্টে যাব।'
নন্দীগ্রামে ফলের এই রদবদল নিয়ে এদিন সাংবাদিক বৈঠকে মমতা বলেন,'আমরা দু'শোর বেশি আসনে জিতেছে। একটা আসনে হারা জেতা বড় ব্যাপার নয়। ওরা একবার ঘোষণা করে দিয়েছিল যে আমি জিতে গিয়েছি। এখন বলছে হেরে গিয়েছি। এটা কি করে হয় জানিনা। ওখানকার মানুষ যে রায় দিয়েছেন তা মেনে নিচ্ছি। ওখানে ভোট গণনা যাতে রিভিউ করা হয় সেই দাবি জানাবো। দরকার হলে আদালতে যাব।' মমতা বন্দ্যোপাধ্যায় বলেন‌, 'নন্দীগ্রামের আবারও গননায় দাবি জানান। অনেক EVM কারচুপি হয়েছে। ২০২১ আমার কাছে চ্যালেঞ্জ ছিল।'

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
আপনার মূল্যবান মতামত জানান কমেন্ট বক্সে।

Post a Comment

নবীনতর পূর্বতন