কোরনার কারনে দেশজুড়ে ভয়াবহ পরিস্থিতি। মারণ ভাইরাসের হাত থেকে রেহাই পেতে দেশে টিকাকরণে জোর দেওয়া হয়েছে। আজ থেকেই ১৮ ঊর্ধ্বদের টিকা দেওয়ার কথা। কিন্তু, বহু জায়গাতেই টিকার আকাল দেখা গেছে। বহু হাসপাতালেই ভ্যাকসিনের পর্যাপ্ত সরবরাহ হচ্ছে না। এই প্রেক্ষিতে সেরাম ইনস্টিটিউটের তরফে জানানো হয়েছে, জুলাই মাসের আগে ১৮ বছরের উপরে বেসরকারি হাসপাতালে টিকা পাবেন না। সূত্রের খবর সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে চাহিদার তুলনায় পর্যাপ্ত যোগান এখনো সম্ভব হয়নি। সে কারণেই এমন সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। এই মুহূর্তে ৪৫ বছরের উপরের ব্যক্তিদের টিকা দানের অগ্রাধিকার দেয়া হচ্ছে।
অপরদিকে, একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, দেশের বাইরে ভ্যাকসিন তৈরি সিদ্ধান্ত নিয়েছে সেরাম। সিরাম এর সিইও আদর পুনাওয়ালাওয়ালা জানিয়েছেন, দেশজুড়ে দেশজুড়ে Covishield এর জোগান দিতে সমস্যা হচ্ছে। তার জন্য আরো উৎপাদন বাড়ানোর লক্ষ্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইতিমধ্যেই রাজ্য গুলোর জন্য কোভিশিল্ডের দাম কমানো হয়েছে। ডোজ পিছু কোভিশিল্ড কিনতে গেলে ৪০০ টাকার থেকে ৩০০ টাকা করা হয়েছে। যার ফলে এবার থেকে ডোজ পিছু কোভিশিল্ড কিনতে গেলে ৪০০ টাকার বদলে ৩০০ টাকা খরচ করতে হবে রাজ্যগুলিকে। উল্লেখ্য, টিকার দাম কোমানর বার্তা দিয়েছিল কেন্দ্রীয় সরকার। শেষমেষ সরকারের ডাকে সাড়া দিয়ে দাম কমানোর সেরাম। টুইটারে Serum Institute CEO আদর পুনাওয়ালা জানান,'রাজ্যগুলির জন্য ডোজ পিছু টিকার দাম ৪০০ টাকা থেকে কমিয়ে ৩০০ টাকা করা হল।এর বলে রাজ্যগুলির কোটি কোটি টাকা বেঁচে যাবে যার ফলে টিকাকরনের প্রক্রিয়াও ত্বরান্বিত হবে। অনেক জীবন বাঁচবে।
এদিন, দৈনিক সংক্রমন ভায়াবহ রেকর্ড গড়েছে। দেশে গত ২৪ ঘন্টায় কোরনা আক্রান্ত হয়েছে ৪ লাখের বেশি মানুষ। আজ প্রর্যন্ত বিশ্বের কোন দেশেএক দিনে ৪ লক্ষ এর গন্ডি পার হয়নি। শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী ২৪ ঘন্টায় কোরনা আক্রান্তের সংখ্যা ৪ লাখ ১ হাজার৯৯৩জন, মৃত্যু হয়েছে ৩৫২৩ জনের। এদিকে কোরনা থেকে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ২ লাখ ৯৯ হাজার ৯৮৮ জন। এখন প্রযন্ত দেশের মোট কোরনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ৯১ লাখ ৬৪ হাজার ৯৬৯ জন, যার মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ৫৬ লাখ ৮৪ হাজার ৪০৬ জন। অপর দিকে মোট প্রান হারিয়েছেন ২ লাখ ১১ হাজার ৮৫৩ জন। বর্তমানে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৩২ লাখ ৬৮ হাজার ৭১০জন।
আপনার মূল্যবান মতামত জানান কমেন্ট বক্সে।
একটি মন্তব্য পোস্ট করুন