![]() |
ISTOCKPHOTO/ GETTY IMAGES |
করোনা সংক্রমণ রুখতে গত বছর মার্চে এর তৃতীয় সপ্তাহের শেষ থেকে সারা দেশে লকডাউন কার্যকর করে মোদি সরকার। তারপর সমস্ত রাজ্যেই রাজস্ব সংগ্রহ তলানিতে গিয়ে ঠেকছিল।চালু হতেই প্রায় সমস্ত রাজ্য সরকারি রাজস্ব আদায়ের জন্য মদ এর উপর করের বোঝা বাড়িয়ে দেয়। দিল্লি উড়িষ্যা, অন্ধপ্রদেশের, জম্মু ও কাশ্মীর এবং পুদুচেরি রাজস্ব বাড়াতে মদের উপর ৫০% বা তার বেশি কোভিড সেস বসেয়েছিল। ওই রাজ্যগুলিতে এর ফলে মোদের বিক্রি কমে যায়। অপরদিকে, পশ্চিমবঙ্গ অরুণাচল প্রদেশ, মেঘালয়, রাজস্থান, কেরল ও ঝাড়খন্ড সরকার মদের উপর ১৫-৫০% পর্যন্ত সৈস বসায়।পরে অবশ্য তা প্রত্যাহার করে নিয়েছে বেশিরভাগ রাজ্য।
অপরদিকে, যে অর্থনৈতিক পেক্ষাপটে নির্মলা সীতারামন ২০২১-২২ অর্থবছরের বাজেট তৈরি করেছেন, তেমনটা গত ১০০ বছরের ইতিহাসে আগে কখনো হয়নি। কোভিড অতিমারি ও লকডাউন এর কারণে চলতি অর্থবছরের প্রথম দুই ত্রৈমাসিকে GDP কমে যাওয়ায় আক্ষরিক অর্থেই অর্থনৈতিক মন্দার কবলে পড়েছে দেশ, যা ইতিহাস আগে কখনো হয়নি।
গত এপ্রিল- জুন তিন মাসে দেশের গ্রোথ চার দশকের সর্বাধিক ২৩.৯% কমে দাঁড়িয়েছে । যদিও তিন মাসের এই কমে যাওয়া খুবই স্বল্প পরিমাণে ৭.৫ % মাত্রা। পুরো অর্থ বছরে দেশের আর্থিক বৃদ্ধি ৭.৭ শতাংশ কমে হবে বলে শুক্রবার আর্থিক সমীক্ষায় আশঙ্কা প্রকাশ করা হয়েছে। কোভিড কালে একাধিক দফায় মোট ২৯,৮৭,২৯ কোটি টাকার ত্রাণ প্যাকেজ দেওয়া হয়েছে বলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী যে দাবি করেন তা সত্ত্বেও অর্থনৈতিক সমীক্ষায় ২০২০-২১ অর্থবছরে জিডিপি কমে যাওয়ার ওই অনুমান করা হয়েছে।এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে দেশের আর্থিক ভিত মজবুত করতে অ্যালকোহলযুক্ত পানীয়ের উপর ১০০ % সেস চাপানো হলো, আর সেটা একপ্রকার নিশ্চিত।
একটি মন্তব্য পোস্ট করুন