লিপাড়ায় ফের কোরনার(Covid-19) ছোবল। এবার কোরনা আক্রান্ত বাংলা টেলিভিশন এর 'রনিমা' অর্থাৎ দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। কোরনার পজেটিভ দিতিপ্রিয়ার মা এবং বাবা ও। তিনজনেই বাড়িতে আইসোলেশনে রয়েছেন।


জানা গিয়েছে, প্রথম কোন আক্রান্ত হন দিতিপ্রিয়ার মা। বাবা ক্যান্সার সারভাইবার হলেও তার শরীরে কোন উপসর্গ ছিল না। কিন্তু অভিনেত্রীর মায়ের রিপোর্ট পজিটিভ আশায় পরীক্ষা করানো হয়। তখন সকলের করোনা আক্রান্ত হওয়ার কথা জানা যায়। যদিও এ বিষয়ে নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে কিছু জানাননি দিতিপ্রিয়া। কারন সে নেগেটিভিটি ছড়াতে চাননি। এই খবর জানার পর অনেকেই তার দ্রুত আরোগ্য কামনা করেছেন।

জানা যাচ্ছে, শ্বাসকষ্টজনিত সমস্যার রয়েছে দিতিপ্রিয়ার। এখন অনেকটাই সেরে উঠেছেন। একটু দুর্বলতা রয়েছে বটে। কিন্তু খুব শিগগিরই কাটিয়ে উঠবেন। আপাতত নিজের পোষ্য পপকর্নের এর সঙ্গে খেলা করে ও বই পড়ে দিন কাটাচ্ছেন অভিনেত্রী। শুটিং কিছু আগে থেকে করা ছিল ‌ তা দিয়ে কাজ চালানো হচ্ছে। খুব প্রয়োজন হলে ভয়েস ওভার বাড়ি থেকেই দিচ্ছেন। ধারাবাহিক 'করুনাময়ী রানি রাসমণি' (Rani Rashmoni) সিটি আর কারো করুণা আক্রান্ত হওয়ার খবর আপাতত নেই। এই ধারাবাহিকে রামকৃষ্ণের চরিত্রে অভিনয় করছেন সৌরভ সাহা। সৌরভের কথায়, তিনি এবং তার পরিবার সুস্থ্য আছেন। তাদের মধ্যে এখনো পর্যন্ত কোভিডের কোনো লক্ষণ দেখা যায় নি।

আরও পড়ুন:বড় খবর এবার আসছে CORONA-র ট্যাবলেট

দেশের পরিস্থিতি প্রতিদিনই আরো ভয়াবহ আকার নিচ্ছে। এই মহামারী থেকে রেহাই পায়নি বিনোদন জগৎও। গত সপ্তাহে করোনা আক্রান্ত হয়েছেন জিৎ, শুভশ্রী গঙ্গোপাধ্যায়। আক্রান্ত হয়েছেন উজান গঙ্গোপাধ্যায় এবং ঋতব্রত মুখোপাধ্যায়ের মতো তরুণ অভিনেতারা। বর্ষিয়ান অভিনেত্রী অনামিকা সাহা ভর্তি এম আর বাঙ্গুর হাসপাতালে। শোনা গিয়েছিল, অভিনেত্রী অবস্থা সঙ্কটজনক। কিন্তু পরিবারের পক্ষ থেকে তার গুজব বলে জানানো হয়। অনিন্দিতা দেবির শরীর স্থিতিশীল আছে বলেই খবর। বিদেশে পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় বুধবার করুণা পরীক্ষার ফল পজিটিভ আসে। বাড়িতে আইসোলেশনে রয়েছেন।
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
আপনার মূল্যবান মতামত জানান কমেন্ট বক্সে।

Post a Comment

নবীনতর পূর্বতন