নির্বাচন অশান্তির আশঙ্কা করে কলকাতায় নিরাপত্তা বাড়িয়েছে নির্বাচন কমিশন। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী। কিন্তু তা সত্বেও অশান্তি এড়ানো গেল না। সাতসকালে ভোট শুরু হতে না হতেই বোমাবাজির ঘটনা ঘটলো সেন্টাল এভিনিউ এর মহাজাতি সদনের সামনে। আর তার জেরে ব্যাপক আতঙ্ক ছড়ানো জোড়াসাঁকো কেন্দ্রের পার্শ্ববর্তী এই এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশবাহিনী ‌। আতঙ্কিত ভোটারদের সাহস জোগায় তারা। ওয়াকিবহাল মহলের মত, কলকাতায় ভোটের দিন এমন ঘটনা নজিরবিহীন।


জানা যাচ্ছে, সকাল ৭.৫০ মিনিট নাগাদ আচমকাই প্রবল শব্দে কেঁপে ওঠে মহাজাতি সদন এর সামনের ফুটপাত। সেখানে কয়েকজন তখনো ঘুমিয়ে ছিলেন। প্রচন্ড শব্দে ঘুম ভেঙে যায় তাদের। তারা জানিয়েছেন, ২ টি বোমা ফেটেছিল পরপর। চারিদিকে পড়ে রয়েছে তার খন্ডাংশ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশবাহিনী। পৌঁছে যায় জোড়াসাঁকো (Jorasanko)কেন্দ্রে তৃণমূল প্রার্থী বিবেক গুপ্তা। তিনি চার দিক খতিয়ে দেখেন। পুলিশের প্রাথমিক অনুমান, চলন্ত গাড়ি থেকে বোমা ছোড়া হয়েছে। স্প্লিন্টার জাতীয় কিছু ছিলনা বলেই মনে করা হচ্ছে। সেই জন্যেই ক্ষয়ক্ষতি তেমন হয়নি। তা সত্ত্বেও ভোটের সকালেই সেন্টাল এভিনিউ এর মত এলাকায় এ ধরনের ঘটনা ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।
 
জোড়াসাঁকোর BJP প্রার্থী মিনাদেবী পুরোহিতের অভিযোগ, এই সময় তার ওই এলাকায় যাওয়ার কথা ছিল। তাকে বাধা দিতেই এই বোমাবাজি করা হয়েছে। তবে এ বিষয়ে তিনি কাটগড়ায় তুলেছেন তৃণমূলকে। তার সঙ্গে তিনি আরো জানান, এসব বাধা উপেক্ষা করেই তিনি ঘটনাস্থলে যাবেন। এই নিয়ে তৃণমূল-বিজেপি তরজা শুরু হয়ে গিয়েছে। আতংকিত সাধারণ ভোটাররা। তবে তাদের সাহস যোগাতে এলাকায় মোতায়ন করা হয়েছে বাড়তি বাহিনী। এই ঘটনার খবর পেয়েই রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। কে বা কারা এ ঘটনা ঘটাল, তার সন্ধান চালাচ্ছে পুলিশ।
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
আপনার মূল্যবান মতামত জানান কমেন্ট বক্সে।

Post a Comment

নবীনতর পূর্বতন