ব রাজনৈতিক দলের টার্গেট এখন একুশের ভোট।বাংলার মানুষের মন পেতে এবং বাংলা সঙ্গে যোগাযোগ স্থাপন করতে কোন সুযোগ হাতছাড়া করতে চাননা কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। তাই এবার নোয়াপাড়া দক্ষিণেশ্বর মেট্রো প্রকল্পের উদ্বোধন কর্মসূচিতে যোগ দিতে পারেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সূত্রের খবর এমনটাই। ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে মেট্রো উদ্বোধন কবে তৃতীয় অংশ নিতে পারেন তিনি ‌। যদিও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানা যায়নি‌। প্রসঙ্গত,নোয়াপাড়া দক্ষিণেশ্বর মেট্রো উদ্বোধন হতে চলেছে খুব শীঘ্রই। ইউক্রেনে ভার্চুয়াল যোগ দিতে পারেন তিনি।




জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। প্রসঙ্গত শেষবারের মতো মে মাসে সফরে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।সেই সময় দমদম বন্দরে নেমে হেলিকপ্টারে উত্তর থেকে দক্ষিণ 24 পরগনা বিস্তৃত এলাকা পরিদর্শন করেছিলেন তিনি। কিছুদিন আগে রাজ্যে এসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভার্চুয়াল মেট্রো উদ্বোধন এর পরিকল্পনায় অংশগ্রহণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

Post a Comment

নবীনতর পূর্বতন