ভারতীয় নৌ সেনা ইন্দোনেশিয়ার নিখোঁজ সাবমেরিন KRI Nanggala নাবিক দের উদ্ধার করার জন্য তার ডিপ সাবমারজেন্স রেসকিউ ভেহিকেল  DSRV ইন্দোনেশিয়া পাঠাচ্ছে ,উল্লেখ্য গতকাল ইন্দোনেশিয়া নৌ সেনার এই নৌ যান বালী দ্বীপের  কাছে 53 জন নাবিক নিয়ে এক টরপেডো ড্রিল সময় নিখোঁজ হয়। DSRV এই জাতীয় অপারেশম ব্যাবহার করা হয়।

গতকাল 21 এপ্রিল ভারতীয় নৌ সেনা আন্তর্জাতিক সাবমেরিন এস্কেপ এন্ড রেসকিউ এন্ড লায়সন অফিস ISMERLO থেকে এক অনুরোধ প্রান্ত হয় বালী দ্বীপের উত্তরে এই সাবমেরিন টির নিখোঁজ হওয়া নিয়ে ।
 
এই জাতীয় অপারেশন তখনই দরকার হয় যখন কোন জলযান নিখোঁজ হয়ে যায় ,ও সমুদ্রের তলদেশ থেকে তার নাবিক কুল কে উদ্ধার দরকার পড়ে।
ভারতীয় নৌ সেনার DSRV সিস্টেম জলের 1000 মিটার তলদেশ প্রর্যন্ত কোন ডুবন্ত সাবমেরিন ট্রাক করতে পারে, তার সাইড স্ক্যান সোনার SSS ও রিমোটলি অপারেটেড ভেহিকেল ROV দিয়ে।

DSRV সিস্টেমটি আজ সকালে সেনার বিশাখাপত্ত্যনম ঘাঁটি থেকে রওনা দিয়েছে, সিস্টেমটিকে 2500 নটিক্যাল মাইল দূরে অবস্থিত বালী দ্বীপে যেতে হবে, সাবমেরিন টি খুঁজে পাওয়া গেলে DSRV আর একটি সাব মডিউল ,সাবমেরিন রেসকিউ ভেহিকেল SRV তার নাবিকদের উদ্ধারের কাজ শুরু করবে ,ডুবন্ত সাবমেরিন টির নাবিকদের কাছে জরুরী উপকরণ এই ভেহিকেল টি পৌঁছে দেবে।
যেহেতু বালি অনেক দূরে আর সময় গুরুত্বপূর্ণ তাই বিমানবাহিনীর একটি C 17 ওই সিস্টেমটিকে নিয়ে গেছে , প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং স্বয়ং পুরো অপারেশন টির উপর নজর রাখছেন।
লেটস হোপ ফর দা বেস্ট ,এর আগে ইন্দোনেশিয়া সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়ার কাছেও সহায়তা চেয়েছিল।
 

Post a Comment

নবীনতর পূর্বতন