মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০২০ এর ইনফর্মের সভা থেকে রাজ্যের কর্মসংস্থানের খতিয়ান তুলে ধরলেন। পাশাপাশি দরিদ্র দূরীকরণ বাংলা প্রথম বলেও তিনি দাবি করতে ছাড়লেন না।
বাংলার উন্নয়নের খতিয়ান তুলে ধরে এদিন মুখ্যমন্ত্রী বলেন, 'ক্ষুদ্র শিল্পের উপর আমরা নির্ভরশীল। মি গার্ডেনস, ই টেন্ডার, ক্ষুদ্র এবং কুটিরশিল্পে বাংলা প্রথম। দারিদ্র দূরীকরণে বাংলা প্রথম'। 'এরপরই তিনি জানান বাংলায় জিডিপি বেড়েছে। ২.৫ শতাংশ জিটিভি বৃদ্ধি পেয়েছে।'
রাজ্যে ইতিমধ্যে ১০ লক্ষ আইটি কর্মী রয়েছেন এই কথা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, 'Wipro- তে ৫০০ কোটি টাকা বিনিয়োগ হয়েছে। মহামারী কেটে যাবে। তবে রাজ্যের উন্নয়ন, শিল্প থেকে যাবে। টাটা কনসালটেন্সি সার্ভিস এরাজ্যে বিনিয়োগ করছে। তৈরি হচ্ছে সিলিকন ভ্যালি, আইটি হাব্। ইনফোসিস টিসিএস আইটিসি মাধ্যমে রাজ্য কোন স্থানে বন্দোবস্ত হচ্ছে।
তাছাড়াও রাজ্যে ৬৫টি ইন্ডাস্ট্রিয়াল পার্ক এবং ২০ টি বিজনেস ক্লাস্টার তৈরি হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। বাংলায় অর্থনৈতিক হাবু গড়ে উঠেছে। তার সাথে এদিন কর্মসংস্থানের কথা উল্লেখ করে তরুণ প্রজন্মকে এ রাজ্যের থেকেই নিজেদের ভবিষ্যৎ গড়ার ডাক দেন মুখ্যমন্ত্রী। অপরদিকে মুখ্যমন্ত্রী দাবি করে জানান, কোনাখালী রাজ্যের কর্মহীনদের জন্য তৈরি করা হয়েছে পোর্টাল। যার মাধ্যমে ভিন রাজ্যে থেকে ফের আইটি কর্মীরা সুবিধা পেয়েছেন।
একটি মন্তব্য পোস্ট করুন