বু
ধবারে চোট পেয়ে নন্দীগ্রাম থেকে দ্রুত কলকাতায় ফিরে আসেন এবং হাসপাতালে ভর্তি হন মাননীয় মুখ্যমন্ত্রী। আজ বৃহস্পতিবার তিনি হাসপাতালে থেকে বার্তা দিলেন দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে। সকলকে শান্ত এবং সংযত থাকতে বললেন। জানান প্রয়োজন হলে হুইলচেয়ার বসেই ভোট কার্য সম্পন্ন করব।
বৃহস্পতিবার একটি ভিডিও বার্তায় মমতাকে বলতে শোনা যায়, এটা ঠিক যে কাল খুব জোরে চোট লেগেছিল। আমার হাতে পায়ে চোট এখনো আছে। ইনজুরি আছে লিগামেন্টের চোট আছে। গাড়ি থেকে নমস্কার করছিলাম। তখন এত চাপ আছে যে গাড়িটা যেন আমার গায়ের উপরে চেপে যায়। সঙ্গে কিছু ওষুধ ছিল খেয়ে কলকাতার দিকে রওনা দেই।আমি আশা করি দু-তিন দিনের মধ্যেই নিজের ভোট প্রচারে ফিরতে পারব। হয়তো পায়ের প্রবলেম থাকবে কিন্তু আমি ম্যানেজ করে নেব। মিটিং টিটিং যা আছে কিছুই নষ্ট করতে দেবো না।তবে হয়তো কিছুদিন আমায় হুইল চেয়ারে বসে প্রচারকার্য চালাতে হতে পারে। সে ক্ষেত্রে আমাদের সহযোগিতা চাইবো।
আরও পড়ুন:মমতাকে নিয়ে এ কি মন্তব্য করলেন শ্রাবন্তী

Post a Comment

নবীনতর পূর্বতন