সা
মনে নির্বাচন আর জোরকদমে চলছে তার প্রস্তুতি।কেন্দ্রে তৃণমূল প্রার্থী কৌশানী মুখোপাধ্যায় (Koushani Mukherjee)। 

কৌশানি জানালেন, তুমি আপাতত কৃষ্ণনগর এই থাকবেন। তাই বাড়িভাড়া খুঁজছেন সেখানে। ভোট প্রচারে ইতিমধ্যে দেখা যাচ্ছে তাকে।যতক্ষণ না খুঁজে পাচ্ছি ততদিন সেখানকার একটি হোটেলে থাকবেন। কৌশানির কথায়, কৃষ্ণনগরে এসে ভাল লাগছে তার।
 
 
 আমি আগে থেকেই এই জায়গার সঙ্গে পরিচিত। কারন আমার প্রথম ছবি "পারব না আমি ছাড়তে তোকে" শুটিং এখানেই হয়েছিল। দিদির মনোনীত বিধায়ক হিসাবে আমি এখানে এসেছি। দিদির জন্যই সকলে আমায় ভোট দেবেন।লড়াইটা হচ্ছে বিজেপির এতগুলো নেতার সঙ্গে দিদির। দেবী দুর্গা তিনি বাঁচাবে।"

২০১৯ লোকসভা নির্বাচনে কৃষ্ণনগর উত্তর কেন্দ্রে বিজেপি এগিয়ে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে কৌশানি বলেন,"বড়দের কথা মেনে চলবে, তারাই জিততে সাহায্য করবেন।১ মিনিটও সময় নষ্ট করতে চাইনা। আগামীকাল থেকেই প্রচার শুরু করতে চান তিনি। জিতের অনেক কাজ করার ইচ্ছা আছে তার। এখানকার মানুষের যা সমস্যা মেটানোর চেষ্টা করব।"

Post a Comment

নবীনতর পূর্বতন