image-Suhana khan instagram
ফিল্ম মেকিং নিয়ে পড়াশোনা করছেন শাহরুখ কন্যা সুহানা খান। পড়াশোনার সুবাদে এখন নিউইয়র্ক এ রয়েছেন সুহানা। সম্প্রতি সেখান থেকেই এক বান্ধবীর সঙ্গে ছবি পোস্ট করেন বাদশা কন্যা।

ইনস্টাগ্রাম স্টোরি ছবি পোস্ট করেন সুহানা কিন্তু ক্যাপশনে কিছু লেখেননি। শুধুমাত্র কাল ইমোজি হার্ড দিয়েছেন। ছবিতে সুহানাকে দেখা যাচ্ছে পার্পেল সেক্স করতে দাও রংয়ের টিউব টপের এর উপর কালো জ্যাকেট পরেছেন। তোর বান্ধবীকে দেখা গেছে রুমালের আদলে টপ এর সঙ্গে ধূসর রঙের জিনিস পরে।

এই পোস্ট দেখে সুহানার ফ্যানেরা রীতিমতো উৎসুক। বলিউডে পা রাখেন নি সুহানা তবে স্টাইল স্টেটমেন্ট দিয়ে থাকেন হামেশাই। সামাজিক মাধ্যমে তার অজস্র ফলোয়ার্স। বিট্রেনের আরডিংলে কলেজের পর নিউ ইয়র্কে পড়াশোনা করছেন তিনি।

হিন্দুস্থান টাইমস সাক্ষাৎকারে শাহরুখ খান জানান,'সুহানা অভিনয় করতে চায়, তার অভিনয়ের জন্য এখনও তিন-চার বছর অভিনয় শিখতে হবে, যদি সে সত্যিই অভিনয় করতে চায়। বলিউড ইন্ডাস্ট্রির অনেকেই মনে করেন তার ছেলেমেয়েদের কাল থেকেই অভিনয় করা উচিত। তবে তিনি বিশ্বাস করেন পড়াশোনা শেষ করা সবচেয়ে বেশি জরুরি। তারপরে কি আর ঘটাতে মন দেবে সুহানা।

Post a Comment

নবীনতর পূর্বতন