এখনও জনপ্রিয়তার শীর্ষে Xiami লেটেস্ট লঞ্চ Mi 11। কিন্তু সেই জনপ্রিয়তাও কোম্পানির কাছে যেন কোনো চিন্তার বিষয় নয়। নতুন ফ্ল্যাগশিপ সিরিজ থেকে নজর ঘুরিয়ে আবার পূর্ববর্তী Mi 10 Series এ আবারো একটি নতুন স্মার্টফোন যোগ করল Xiaomi । বুধবার লাঞ্চ করে গেল Mi 10S। এই লেটেস্ট স্মার্টফোনে রয়েছে একটি 90Hz AMOLED ডিসপ্লে, স্নাপড্রাগণ 870 চিপসেট এবং একটি Samsung sensor 108MP camera।
ফোনটির ফোন ফিচারস এর মধ্যে রয়েছে 6.67 ইঞ্চির একটি ফুল এইচডি অ্যামোলেড ডিসপ্লে। জার রিফিশিং রেট থাকছে 90Hz। এই প্যানেলটি HDR10+ certified এবং Gorilla glass 5 এর প্রটেকশন দেওয়া হয়েছে। এই ডিসপ্লেতেই একটি পাঞ্চডহোল কাট আউট দেওয়া হয়েছে সেলফি ক্যামেরা জন্য। ফোনটি সবথেকে আকর্ষনীয় ব্যাপার হলোএই মডেলে ডুয়েল স্পিকার সেটআপ দিয়েছে জনপ্রিয় স্পিকার কোম্পানি Harman Kardon। DxOMark এর একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে, এখনো পর্যন্ত স্মার্টফোনটি ইতিহাসে সবথেকে সেরা স্পিকার এই Mi 10S ফোনটিতে।
রিয়েল ক্যামেরা মডেল চমৎকার করা হয়েছে। হ্যান্ডসেটে প্রাইমারি সেন্সর হিসাবে OIS supported Samsung এর 1/1.33 108MP ক্যামেরা দেওয়া হয়েছে।কুয়াইট রিয়ার ক্যামেরা সেটআপ এর এই ফোনের সেকেন্ডারি সেন্সরগুলো অসাধারণ। রয়েছে একটি 8MP আল্ট্রা ওয়াইড স্ন্যাপার। পাশাপাশি একটি 2MP বিশিষ্ট ডেপথ সেন্সর যুক্ত ক্যামেরা।
পারফরম্যান্সের জন্য স্মার্টফোনটিতে Qualcomm এর Snapdragon 870 চিপসেট দেওয়া হয়েছে, যা পেয়ার করা রয়েছে 8/12GB LPDDR5 RAM এবং 128/256GB UFS3.0 স্টোরেজের সঙ্গে। ফোনটিতে ভালো ব্যাটারি ব্যাকআপ এর জন্য রয়েছে একটি 4,780 mAh এর ব্যাটারি। যা 33W ওয়্যার্ড এবং 30W wireless চার্জিং সাপোর্ট করে। সফটওয়্যার এর দিক থেকে ফোনটিতে রয়েছে Android 11 যুক্ত MIUI12।
Xiami Mi 10s এর কালার ভেরিয়েন্ট থাকবে তিনটি সাদা, নীল এবং কালো। আপাতত ফোনটি কেবলমাত্র চীনের মার্কেট এর জন্যই লঞ্চ করা হয়েছে। সে দেশে এই ফোনের বেস্ট ভেরিয়েন্ট অর্থাৎ 8/128GB স্টোরেজ মডেলের দাম CNY 3,299 যা ভারতীয় মুদ্রায় দাঁড়ায় 37,000 টাকা। অপরদিকে আবার ফোনটির 12/256GB স্টোরেজ মডেলের দাম চীনের মুদ্রায় CYN 3,799 যা ভারতীয় মুদ্রায় 42,000 টাকা প্রায়। 12 মাস থেকেই আগ্রহীরা কিনতে পারবেন এই ফোনটি। রিটেল বক্সে বিনামূল্যে থাকছে 30W এর একটি শক্তিশালী চার্জার।
একটি মন্তব্য পোস্ট করুন