ই মুহূর্তে জমজমাট আলোচনার বিষয় হল জোম্যাট বয়। নেট দুনিয়ায় বেশ কয়েকদিন উত্তাল । কেউ পাশে দাঁড়ায়েছেন হিতেশা চন্দ্রানীর। আবার কেউ পাশে দাঁড়িয়েছেন অভিযুক্ত ডেলিভারি বয়ের পাশে।


এবার জোম্যাটকান্ডে মুখ খুললেন অভিনেত্রী পরিণীতি চোপড়া(Parineeti Chopra)। পাশে দাঁড়ালেন জোম্যাটকাণ্ডে ডেলিভারি বয়ের। তিনি টুইট করে লেখেন, ' জোম্যাটো ইন্ডিয়া, দয়া করে সত্যিটা খুঁজে বার করুন আর সবার সামনে তা প্রকাশ করুন। যদি ওই ভদ্রলোক নির্দোষ হন (আমি বিশ্বাস করি উনি নির্দোষ) তাহলে ওই মহিলার শাস্তির ব্যবস্থা করা হোক। এই ঘটনাটা লজ্জাজনক ও অমানবিক ও হৃদয়বিদারক। আমি যদি কোন ভাবে সাহায্য করতে পারি আমায় অবশ্যই জানান।'

গত ১০ মার্চ সোশ্যাল মিডিয়ায় খুব দ্রুত একটি ভিডিও ছড়িয়ে পড়ে।সেই ভিডিওতে ব্যাঙ্গালোর বাসিন্দা হিতেছ চন্দ্রানী নামে একটা মহিলাকে বলতে শোনা যায় যে তিনি জমাটো তে খাবার অর্ডার করেছিলেন। দুপুর ৩:৩০ নাগাদ খাবার ডেলিভারি হওয়ার কথা ছিল। কিন্তু খাবার আসতে দেরি  হয়ে সময় হয় ৪:৩০। এই দীর্ঘ সময়ের অপেক্ষার জন্য চন্দ্রানী জোমাটো এক্সিকিউটিভ এর সঙ্গে যোগাযোগ করেন। তিনি দাবি করেন তার খাবার ফ্রী করে দেওয়া হোক, নয়তো ফিরিয়ে নিয়ে যাওয়া হোক।


আর ঠিক তারই মধ্যে নাকি খাবার নিয়ে পৌঁছায় ডেলিভারি বয়। চন্দ্রানী অভিযোগ করেন, তিনি পৌছেই খুব অভব্য আচরণ করেন। ডেলিভারি বয় কে দাঁড়াতে বলেন তিনি। সেই সময় ফ্রিতে অথবা খাবার ফিরিয়ে দেওয়া সম্ভব কি-না সে বিষয়ে কথা বলছিলেন তিনি। কিন্তু ডেলিভারি বয় জানাতে রাজি হয়নি এবং খাবার কি নিয়ে যেতেও চাইনি। আর এটা নিয়েই বাদে তর্কাতর্কি। এরপরই ডেলিভারি পয়সা চন্দ্রাণীর নাকে ঘুসি মারেন, সঙ্গে সঙ্গে তার নাক দিয়ে গলগল করে রক্ত বের হতে শুরু করে। তিনিও জানিয়েছিলেন যে তার নাকের হাড় ভেঙে গিয়েছে। এর জন্য অপারেশন করতে হয়েছে। আর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেতেই ব্যাঙ্গালুরুতে খাবার সরবরাহকারী সংস্থা জোম্যাটো ডেলিভারি বয় কামরাজ কে নিয়ে শুরু হয় তুমুল বিতর্ক।


কিন্তু এখানেই শেষ নয় উঠে এসেছে নতুন তথ্য। অভিযুক্ত কামরাজ দাবি করেন, ওই মহিলার তাকে জুতো নিয়ে মারতে এসেছিলেন।জুতাপেটা থেকে বাঁচতে হাত দিয়ে প্রতিরোধ করতে থাকেন কামরাজ। তাতি ওই মহিলার হাত ছিটকে গিয়ে নিজের নাকে লাগে। আঙুলে পরা আন্টির ধাক্কায় নাক ফেটে যায়।ফলে ওই মহিলা যে অভিযোগ করছেন কামরাজ ঘুষি মেরে নাক ফাটিয়ে দিয়েছে তা সম্পূর্ণ মিথ্যা।


দুপক্ষের বয়ান শোনার পর, এই মুহূর্তে ঘটনার তদন্তে নেমেছে জোম্যাটো। কামরাজ কে ছুটিতে পাঠানো হয়েছে। পাশাপাশি মান্দার খরচের দায় নিয়েছে সংস্থা। এদিকে এই ঘটনা নিয়ে দু'ভাগে বিভক্ত হয়েছে সোশ্যাল সাইট। অনেকেই সমর্থন করছেন চন্দ্রাণীর বোয়ানকে। এবার অনেকেই দাবি করেছেন, জোম্যাটো বয় কামরাজ নিরপরাধ। এরপরই এই ঘটনায় মুখ খুললেন বলিউড অভিনেত্রী পরিণীতা চোপড়া। এই ঘটনার সত্যতা যাচাই করতে বললেন দ্রুত।

Post a Comment

নবীনতর পূর্বতন