প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি কে দেখা গেল নতুন অবতারে। এখন পর্যন্ত যে স্টাইল নিজেকে মেলে ধরেছেন, সেই স্টাইল হয়ে গিয়েছে ট্রেন্ডিং।সেটা লম্বা হেয়ার স্টাইল হোক বা ক্লীন শেভের লুক। আর এবার ও যে অন্যথা হবে না, সেটা বলা বাহুল্য। আইপিএলের আগে সন্ন্যাসী বেশে ধরা দিলেন মাহি। বিজ্ঞাপন এর উদ্দেশ্যে তারেই নাচুক বলে মনে করা হচ্ছে।এত বছর ধরে মাঠ এর মধ্যেও ম্যাচের উত্তেজনার সময় তার অশান্ত ও অস্থির এবং ভিডিও মনোভাবকে ফুটিয়ে তোলা হয়েছে এই সন্ন্যাসীর অবতার এর মাধ্যমে। আর নতুন অবতারে ধোনির এই এই ছবি রীতিমতো ট্রেনিং সোশ্যাল মিডিয়ায়।
মহেন্দ্র সিং ধোনি নিজেই জানাচ্ছেন, এই নতুন রূপের পিছনের রহস্য খুব দ্রুতই উদ্ঘাটন হবে।
উল্লেখ্য আগামী ৯ এপ্রিল থেকে শুরু হতে চলেছে আইপিএল।আর তারা আগে প্রস্তুতি জোরকদমে শুরু করে দিয়েছেন চেন্নাই সুপার কিংস এর অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। Chennai super King এর প্রাক্টিস সেশন এ পাওয়া যাচ্ছে সেই পুরানো মাহিকে। এই বয়সেও নিজেকে আরো একবার প্রমাণ করতে মরিয়া তিনি। গতবারের আইপিএলের খুব একটা ভালো কাটেনি CSK এর । তাই এবারে আর কোনরকম খামতি রাখতে চান না ধোনি এন্ড কোম্পানি।😮😮😮 - our faces since we saw #MSDhoni's new avatar that could just break the Internet! 🙊What do you think is it about? pic.twitter.com/Mx27w3uqQh
— Star Sports (@StarSportsIndia) March 13, 2021
২০২০ এর আইপিএলে শেষমেষ খেলেছিলেন।কিন্তু তা সত্ত্বেও নেট স্টেশনে সেই ছাপ ধরা পড়ল না ধোনির ব্যাটিং এ। প্রেসার এবং স্পিনারদের খেললেন নিজস্ব মেজাজে। এমনকি একটি বল পাঠালেন একেবারে স্ট্যান্ডসে। আগামী IPL এ মাহিকে দেখার অপেক্ষায় তার ভক্তকুল। গত আইপিএল একাবারেই ভালো যায়নি মহেন্দ্র সিং ধোনি এবং চেন্নাই সুপার কিংসের। গত আইপিএল ১৪ ম্যাচে মাত্র ২০০ রান করেছিলেন MSD। তবে সেটা অতীত । আসন্ন আইপিএলে অন্য ধোনিকে দেখার অপেক্ষায় প্রত্যেকে।
একটি মন্তব্য পোস্ট করুন