Bitcoin ভারতের নিষিদ্ধ আছে। কিন্তু তার জন্য কোনো আইন ছিল না। এবারে আইনের গাঁটছড়া বাঁধা হলো বিটকয়েন কে। বিটকয়েন দ্বারা কেউ যদি লেনদেন করে তাহলে ফৌজদারি মামলায় অপরাধ বলে গণ্য করা হবে। মঙ্গলবার, কিছুটা দাম পড়ে যায় বিটকয়েনের। যার পেছনে অন্যতম কারণ হিসেবে মনে করা হচ্ছে আইন করে ক্রিপ্টোকারেন্সি নিষিদ্ধ করার খবর। অবশ্য শনিবার ক্রিপ্টোকারেন্সি দাম উফেছিল ৬১,৭৮১$। কিন্তু সেখান থেকে ৫.৩ শতাংশ পুড়ে যায় বিটকয়েনের দাম।


এশিয়ার তৃতীয় বৃহৎ অর্থনৈতিক দেশ পাকাপাকিভাবে ক্রিপ্টোকারেন্সি বন্ধ করতে বিল আনতে চলেছে কেন্দ্র। ২০১৯ সালে রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছিল, ভারতের নিজস্ব ক্রিপ্টো কারেন্সি তৈরি করতে পারে। গত ফেব্রুয়ারি মাসে বছরে প্রায় ৪০ শতাংশ বেড়েছে বিটকয়েনের দাম। আইন পাস হলে ভারতে বিটকয়েন মারফত কেনাবেচা করলেই প্রমাণ মিললে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হবে।

Post a Comment

নবীনতর পূর্বতন