সামনে একুশের ভোট। এই সময় সবাই আখের গোছাতে ব্যস্ত। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার অবস্থান বজায় রাখতে মরিয়া। তিনি বার্তা দিলেন,দলে থেকে দল বিরোধী কাজ যারা করবেন তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে।শুক্রবার দলীয় সংসদ বিধায়কদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে এই নির্দেশ দেন।উল্লেখযোগ্য ভাবে এই দিনের বৈঠকে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী।


 এই দিনের বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন,'পূর্ব মেদিনীপুরের দল বিরোধী কার্যক্রম বরদাস্ত করা হবে না। কড়া হাতে দমন করা হবে। নিতেই হবে উপযুক্ত ব্যবস্থা'। দলনেত্রী এই মন্তব্য যে ভীষণ ইঙ্গিতপূর্ণ, তার মুখে বলার অপেক্ষা রাখে না।




তার সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকে আরও জানান, 'কাঁথি,নন্দীগ্রাম, হলদিয়া দল বিরোধী কাজে ব্যবস্থা নিন। দল বিরোধী কাজের সঙ্গে যুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। বিজেপি এজেন্সি দিয়ে ভয় দেখাচ্ছে। বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। যারা সাহস করে আমার সঙ্গে থাকতে চান, থাকুন। যারা লুটেরাদের সঙ্গে যেতে চান, চলে যান'।



তবে জেনো বক্তব্যের কোন মানে হয় না যদি বিজেপি তরফ থেকে জানানো হয়েছে। রাজ্যের সরকারের বর্তমান থাকা সত্ত্বেও বাইরে থেকে কেউ এসে কিভাবে লুণ্ঠন চালাতে পারে। তা মাননীয়া স্পষ্ট করে বলেননি। মাননীয়ার এহেন বক্তব্য যে তৃণমূলের অন্দরেই ভাঙন সৃষ্টি করতে পারে। আপনার কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না।
 
 
 
আরও পড়ুন :   নির্বাচনের আগেই ৩% ডি এ বাড়ালেন মুখ্যমন্ত্রী

Post a Comment

নবীনতর পূর্বতন