ভোটের আগে ফের চমক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আগামী বছরের শুরুতেই রাজ্য সরকারের কর্মীরা 3% দিয়ে পাবেন, জানালেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নে সরকারি কর্মচারীদের ফেডারেশানের বৈঠক শেষে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত ১৬ ই ডিসেম্বর হাইকোর্টের ডিএ মামলার রায় ঘোষণা ছিল তার আগেই কার্যত মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা জানালেন মুখ্যমন্ত্রী।
এদিন নবান্না থেকে মুখ্যমন্ত্রী জোনার,'অর্থমন্ত্রী অমিত মিত্র অসুস্থ, আমি তার সঙ্গে কথা বলতে পারিনি। জানুয়ারি মাসে আমরা ডি.এ দিই। এই বছরের জানুয়ারি মাসে সরকারি কর্মীরা ৩% ডি এ পাবেন।
মুখ্যমন্ত্রী আরো জানান,'কোভিড পরিচিতির চলছে। রাজ্য সরকারের হাতে টাকা কম।তবু প্রতিবছরের মতো এবারও জানুয়ারি মাসে ৩ শতাংশ ডি.এ পাবেন আপনারা। যেখান থেকেই হোক টাকা জোগাড় করব।'
কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে মুখ্যমন্ত্রী বললেন, 'আমি রাজনীতিতে ছলনার আশ্রয় নিই না, যদিও আমরা টাকা পয়সা নেই। কেন্দ্রে থেকে 85 হাজার কোটি টাক পাই। তবুও সরকারি কর্মচারীদের গায়ে হাত পড়ুক তা আমি কখনোই চাইনা।'
অপরদিকে, এদিন কর্মচারী সংগঠন টি কেন্দ্রের জনবিরোধী নীতির বিরুদ্ধে আন্দোলনে নামার ডাক দেন। তাদের হাতে লিখে পোস্ট করা,কেন্দ্রীয় সরকারি সংস্থায় বঞ্চিত শ্রমিকদের নিয়ে আন্দোলন আমার পরামর্শ দেন তিনি।
Nice One..
উত্তরমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন