DYFI কর্মীর মৃত্যুতে উত্তাল রাজ্য রাজনীতি। ঘটনায় দুঃখ প্রকাশ করলেন রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'যেকোনো মৃত্যুই দুর্ভাগ্যজনক। আমি সুজন চক্রবর্তীকে সকালে ফোন করেছিলাম। বলেছি, মৃত্যুর কারণ ময়না তদন্তের পর জানা যাবে।'পাশাপাশি মৃতের পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়ার প্রস্তাব দিয়েছেন মুখ্যমন্ত্রী।
মমতার অভিযোগ, বৃহস্পতিবার ঘটনাটি ঘটলো মইদুল ইসলাম মিদ্যার পরিবারকে বিষয়টি জানানো হয়নি। কেন এমনটা করা হলো, তা নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে, ঘটনার তদন্ত নিয়ে তিনি বলেন,'পুলিশ দেখছে। আমি কোন মৃত্যুকে সমর্থন করি না। সুজন চক্রবর্তীকে বলেছি, যেভাবে মারা যাক, গরিবের পরিবার। তারা চাইলে একজনকে চাকরি দেওয়া হবে।'তিনি আরো বলেন,'মৃত্যুর বিকল্প কখনোই সাহায্য হয়না। তদন্ত করে দেখছি।'
অপরদিকে,এদিন মুখ্যমন্ত্রী কাছে জ্বালানি তেল এবং রান্নার গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'কেন্দ্র বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে না। যখন নির্বাচন আসে দাম কমায়, পরে আবার ১০ বার দাম বাড়িয়ে দেয়। রান্নাঘরে আগুন লাগছে। আমরা খুবই উদ্বিগ্ন এ বিষয়ে। এই সরকার শুধু মিথ্যাই বলে বেড়াচ্ছে।'
তাছাড়া এই দিন BJP র তথ্যপ্রযুক্তি শাখার বিরুদ্ধেও সুর চড়ান মমতা। তার অভিযোগ, BJP র আইটি সেল থেকে ফোন করে তৃণমূলের নাম করে ভুল তথ্য দেওয়া হচ্ছে। তৃণমূলকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হচ্ছে।'মুখ্যমন্ত্রী অভিযোগ করে বলেন,'যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অনেককে ফোন করা হয়েছে। সেখানে তৃণমূলক আক্রমণ করা হচ্ছে। সাধারণ মানুষকে অনুরোধ, সব ফোন ধরবেন না। BJP র আইটি সেল চূড়ান্ত নোংরামো করছে। এরকম হলে অভিযোগ দায়ের করবেন। পুলিশকে বলব, কঠোর পদক্ষেপ করতে'।
এদিন নবান্ন সদরঘাট থেকে ভার্চুয়ালি 'মা' সহ একাধিক প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। জেলায় জেলায় কিচেন গুলিতে ফের দেখে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় তাকে। জেলাশাসক দের উদ্দেশ্যে তিনি বলেন,'আরো ভালো করে এটা করতে হবে। সাধারণ মানুষের জন্য এই প্রকল্প শুরু হয়েছে।'দুস্থ মানুষকে সস্তায় দুপুরের খাবার পুষ্টিতে সরকারি উদ্যোগে চালু হচ্ছে কিমন কিচেন। ৫ টাকায় পাওয়া যাবে ডাল-ভাত-সবজি-ডিম এই সরকারি প্রকল্পে। এজন্য রাজ্যে বাজেটে ১০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
আরও পড়ুন:আজই শিক্ষক নিয়োগের ফলাফল, এখনই দেখুন
একটি মন্তব্য পোস্ট করুন