ভারতে বিশাল হারে বাড়ছে ম্যালওয়ার হানা। সম্প্রতি একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে যে, আমেরিকা এবং জাপানের পরেই এই মুহূর্তে বিশ্বের তৃতীয় দেশ ভারত(Malware Attack In India)।প্রতি 1000 ক্লাইন্টে ম্যানুয়াল ডিটেকশন 1168।



 রিপোর্টে বলা হচ্ছে যে বিশ্বব্যাপী তো বটেই, এমনকি ভারতীয় সংস্থাগুলিতে 2020 সালে প্রায় প্রতিনিয়ত সাইবার হানার অভিযোগ এনেছে। এই হানার পেছনে সাইবার অপরাধীদের মূলত টার্গেট হচ্ছে, কোন সংস্থার এক্কেবারে প্রত্যন্ত এলাকার কর্মীরা। 2021 সালে এই সংখ্যা আরো বেশি পরিমাণে বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এই রিপোর্টে।


তবে কেন খুঁজে খুঁজে দুর্গম এলাকায় কর্মরত কর্মীদেরই টার্গেট করা হচ্ছে? আসলে দুর্গম এলাকা হলে প্রথমত, সেই কর্মী এবং তিনি যে সংস্থায় কর্মরত সেই নেটওয়ার্কে হানা সহজ হয়ে পড়ে। দ্বিতীয়ত,সেই কর্মী যেহেতু ওয়াক ফ্রম হমে রয়েছেন তাই তিনি সংস্থার কর্পোরেট নেটওয়ার্কের ব্যবহার করতে পারছেন না। যেহেতু কর্পোরেট সেক্টরে সিকিউরিটি বেশি থাকে,এবং পার্সোনাল বা নরমাল নেটওয়ার্কে সিকিউরিটি কম থাকে সেক্ষেত্রে হ্যাকারদের খুব সহজ হয়ে যায় তার অ্যাক্সেস পাওয়ার জন্য।



বাইরের আধুনিক টেকনোলজি তে সবকিছুর আমূল পরিবর্তন হচ্ছে। কিন্তু ভারতের সেক্টর গুলির টেকনোলজি অতটা উন্নত নয়। তার ফলে খুব সহজে হ্যাকাররা আক্রমণ করতে পারছে। এ ক্ষেত্রে ভারতীয় অরগানাইজেশন গুলির প্রোটেকশন এবং সিকিউরিটি আর এডভান্স করতে হবে তাহলে বাদ দেবে এসব হ্যাকারদের আক্রমণ থেকে।

Post a Comment

নবীনতর পূর্বতন