![]() |
Image- Bharti Singh fb page |
বহুক্ষণ সময় ধরে জিজ্ঞাসা এবং তারপর গ্রেপ্তার হলেন কমেডিয়ান ভারতী সিং। মুম্বাইয়ে শনিবার নারকটিকস কন্ট্রোল ব্যুরোর অফিসের দীর্ঘ সময় ধরে ভারতীয় তার স্বামী হর্স লিম্বাচিয়া কে জেরা করেন গোয়েন্দারা। সূত্রে খবর পাওয়া গিয়েছে, দুজনেই গাঁজা সেবনের কথা স্বীকার করেছেন। তাদের বাড়ি থেকে গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানানো যাচ্ছে। ভারত থেকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু তার স্বামী হর্ষ লিম্বাচিয়ার কোথায় এখনো জানা যায়নি। শনিবার সকালেই জনপ্রিয় কমেডিয়ান ভারতী সিং এর মুম্বাইয়ের ফ্লাটে হানা দেয় না পুলিশ কন্ট্রোল ব্যুরো। ভারতীয় হর্সের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে নিষিদ্ধ ড্রাগ সূত্রে এ খবর জানা গিয়েছে। তল্লাশি শেষে জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকেই NCB ব্যালাড এজেন্ট অফিসে নিয়ে যাওয়া হয়।
আর এই খবর ফ্লাস হতেই বলিউডের মধ্যে ছাপা উত্তেজনা শুরু হয়েছে। জানা গিয়েছে, আগে থেকে গোপন সূত্রে খভর পেয়েই আন্ধেরিতে লোখান্ডাওয়া কমপ্লেক্সের ফ্লাটে হানাদেয় NCB। ভারতী সিংয়ের বাড়ি ছাড়াও শহরের আরও ৩ টি জায়গা হানা মারে NCB.
দ্য কপিল শর্মা শো তে কমেডি রোলে অভিনয়়় করেছেন। তার পাশাপাশি একটি নাচের রিলিটি শো এও এংকারিং এর ভূমিকা রয়েছেন ভারতী সিং ও তখর স্বামী হর্ষ। শুধু কমেডি নয়, কমেডি ছাড়াও অনেক ডান্স শো যেমন ঝালাক দিক লাজা, নাচ বালিয় এর মত শোতে সঞ্চালনারর কাজ করছেন ভারতী সিং। ইন্ডিয়ান টেলিভিশনে ভারতের মুখ অতি পরিচিত। ২০১৭, ৩ ডিসেম্বর ভারতী সিং সঙ্গে চিত্রনাট্যকার হর্ষ লিম্বাচিয়ার বিয়ে হয়।
এর আগে, মাদকচক্র নাম জড়ায় অর্জুন রামপাল। এই অভিনেতার মুম্বাইয়ের বাড়িতে হানা দিয়েছিল নারকটিক্স কন্ট্রোল ব্যুরো। এরপর তার প্রেমিকা গ্যাব্রিয়েল দিমেত্রিয়াদেস সহ অর্জুনকে তলব করে এনসিবি। 7 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদে করা হয়ে তাকে। শুধু তাই নয় মাদকচক্র যুক্ত থাকার কারণে গ্রেপ্তার হয় তার বন্ধু পল বার্টেল। এনসিপি আধিকারিকদের নোটিশের ভিত্তিতে অর্জুন রামপাল এবং তার প্রেমিকাকে মুম্বাইয়ের এস্টেটের অফিসে হাজিরা দিতে হয়েছিল। অর্জুনের বাড়িতে তল্লাশি চালানোর পর গ্রেপ্তার করা হয়েছিল তার গাড়ি চালককে। বাজেয়াপ্ত করা হয়েছিল তার মোবাইল ফোনসহ তার ব্যবহৃত গেজেট গুলি।
আরও পড়ুন: ভুয়ো খবর শেয়ারে রোষের মুখে কঙ্গনা!
অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তের পরই বলিউডের মাদকচক্রের সবার চোখের সামনে চলে আসে। আর তার ঠিক পর থেকেই একে একে নাম জড়ায় অভিনেতা থেকে অভিনেত্রী দের। নাম জড়িয়ে পড়ে প্রথম সারির নায়ক নায়িকাদের তারমধ্যে দীপিকা পাড়ুকোন, শ্রদ্ধা কাপুর, দিয়া মির্জা রাকুল প্রীত সিং মোত অভিনেত্রীদের।
যুব সমাজ যাদেরকে দেখে অনুপ্রাণিত হয়। যারা মানুষের মনে সদা ভালোবাসার জায়গায় বসে থাকে।তারা সমাজকে কীভাবে খুবলে খাচ্ছে সেটাই প্রমাণ করে দিল বলিউড আরো একবার। নেশা থেকে বাঁচার না, বাস্তবে তারা নিশাকে জড়িয়ে বলিউড তথা যুবসমাজকে একটি কাল জগতে প্রবেশের পথ সুগম করছে।
একটি মন্তব্য পোস্ট করুন