![]() |
Image by screenshot |
এই কোরনা আবহে ওয়ার্ক ফ্রম হোমের চল বেড়েছে। অনলাইন ক্লাস, অনলাইন মিটিং।কোরনায় নাজেহাল বিশ্ব আপাতত অনলাইনকেই সব সময়ের সঙ্গী হিসেবে বেছে নিয়েছে। ইউজারদের অনলাইন মিটিং কথা মাথায় রেখে একের পর এক ফিচারের উদ্ভাবন করছে Google Meet। Zoom কে টেক্কা দিয়ে নতুন ফিচার আনলো Google Meet।আর এখন থেকে Google Meet অনলাইন মিটিং এর সময় যদি ইউজাদের প্রয়োজন পড়ে হাত তোলার তা হলে সেটাও সম্ভব হবে। আর এর জন্য 'Raise Hand' বাটনে গিয়ে ক্লিক করলে হাত দেখাবে এবং এই বতন প্রেস করার পর সেটি 'Lower Hand' হয়ে যাবে, সেটি প্রেস করলে আবার ও হাত টা নামানো যাবে।
Google Meet এর অন্যতম প্রতিযোগী Zoom Meeting এ এই ফিচার অনেকদিন আগে থেকেই ছিল। কিন্তু Google Meets এ এই ফিচার না থাকায় গ্রাহকের একটি অংশ মুখ ফিরিয়ে নিচ্ছে।শেষমেষ এই ফিচার আসায় Google Meets এর ইউজাররা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে।
Google Meet এর নতুন ফিচারে কোন এডমিনের নিয়ন্ত্রণ নেই, ডিফল্ট এটি কাজ করবে। Business standard Business plus education Enterprise, Nonprofit customer ইত্যাদি দের জন্য এই নতুন ফিচার উপলব্ধ থাকবে। ব্যক্তিগত জিমেইল অ্যাকাউন্ট যাদের রয়েছে তার আপাতত ব্যবহার করতে পারবেন না এই 'Raise Hand' ফিচার।
গুগোল এর তরফ বলা হয়েছে, 'Raise Hand' ফিচারটি মিটিং এ অংশগ্রহণকারীর আগ্রহ আরো বাড়াবে এবং মিটিং চলাকালে একে অপরকে বিরক্ত করবে না। Google Meets তার এই নতুন ফিচারের ব্যাখা দিতে গিয়ে জানান, যখন কোন অংশগ্রহণকারী হাত তুলছেন তখন মোডারেটর ভিডিওতে প্রিভিউতে সেই 'Raise Hand' আইকন টি দেখতে পাবে। মডারেটর যদি অন্য টা থেকে প্রেজেন্ট করে থাকেন, তাহলে কেউ হাত তোলার সময় তিনি কি নোটিফিকেশন সাউন্ড পাবেন।মিটিংয়ে অংশগ্রহণকারীদের সবাই হাত তুললে তা দেখতে পাবেন মডারেটর।আর সেই অনুযায়ী তিনি এক এক করে পার্টিসিপেন্টদের কথা বলার সুযোগ করে দেবেন। মডারেটর যদি কাউকে একান্ত সুযোগ দিতে না চান, তাহলে অংশগ্রহণকারী 'Lower Hand' বাটনে অনে ক্লিক করে হাত নামিয়ে নিতে পারেন।
একটি মন্তব্য পোস্ট করুন