ছেলেটাকে সাউথ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি টাইগার বলে ডাকা হয়। কি চমকে গেলেন? টাইগার, তাও আবার ফিল্ম ইন্ডাস্ট্রিতে এও আবার হয় নাকি। চলুন আজ তাহলে শোনা যাক সেই বাঘ থুড়ি সুপারস্টার গল্প।

 

লোকে বলে সেলিব্রিটি হলে নাকি মানুষ বদলে যায়। মানুষের দুঃখ-কষ্ট তো বোঝা দূরের কথা তাদের দিকে কেউ ফিরেও তাকায় না। কিন্তু সে সব কথা সত্যি নয় তার প্রমাণ পাওয়া যায় এই সুপারস্টারের আচার-আচরণের। নিজের বন্ধু থেকে সমাজের সাধারণ মানুষ। ছেলেটা সব সময় এগিয়ে গেছে সকলের বিপদে। কখনো বন্যায় ত্রাণ সামগ্রী পাঠানো, কখনো সাইক্লোন ঝড়ের তান্ডব আর্থিক সাহায্য পাঠানো, কখনো সেনের মৃত্যুতে তার পরিবারের পাশে দাঁড়ানো। সাধারণ মানুষ যেকোন সময়ে তাদের পাশে পেয়েছেন এ সুপারস্টার কে।

 

ছেলেটার জন্ম হয়েছিল অন্ধপ্রদেশের 1983 সালের 20 মে। ছোটবেলা থেকেই দাদুর অভিনীত সুপারহিট সমস্ত সিনেমা দেখেই বড় হয় সে। পর্দায় দাদুকে দেখে ছেলেটা ঠিকই করে নিয়েছিলো, যে ভবিষ্যতে অভিনয়কে পেশা হিসেবে বেছে নেবে সে। তার দাদু হয়তো সেই ছোট্ট ছেলেটির মধ্যে নিজের আভাস দেখতে পেয়েছিলেন, তাই খুশি হয়ে তিনি নিজের নামের সাথে মিলিয়ে নাতির নাম দেন জুনিয়র এনটিআর। আজ্ঞে হ্যাঁ আমাদের আজকের গল্পের নায়কের নাম জুনিয়র এনটিআর। যার আসল নাম নন্দমুরি তারকা রামা রাও, যে 1991 সালে মাত্র আট বছর বয়সে ব্রহ্মর্ষি বিশ্বামিত্র নামে একটি সিনেমায় শিশুশিল্পী হিসেবে প্রথম অভিনয় করেন জুনিয়র এনটিআর। এর পরে 1996 সালে তিনি রামায়ণম সিনেমায় প্রধান নায়ক রামের ভূমিকায় অভিনয় করেন এবং মাত্র 13 বছর বয়সে তাঁর অভিনীত সিনেমা শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে ন্যাশনাল অ্যাওয়ার্ড পায়। অনেকেই হয়তো জানেন না যে জুনিয়র এনটিআর একজন প্রশিক্ষিত কুচিপুড়ি নৃত্য শিল্পীও।

 

আরও পড়ুন: মকর সংক্রান্তি ও পৌষ পার্বণ এর কিছু অজানা রহস্য !

 

তার অসাধারণ অভিনয়ের কথা মাথায় রেখেই বর্তমানে বাহুবলী খ্যাত পরিচালক এস এস রাজামৌলি নিজের প্রথম সিনেমা স্টুডেন্ট নাম্বার ওয়ানে জুনিয়র এনটিআর কে হিরো হিসেবে কাস্ট করেন। মাত্র 16 বছর বয়সে এই সিনেমার মাধ্যমেই হিরো হিসেবে এনটিয়ারের অভিনয় যাত্রা শুরু হয় কিন্তু এই সিনেমাটি মুক্তি পেতে একটু দেরি হলে এর আগেই মুক্তি পেয়ে যায় তার অভিনীত অন্য একটি সিনেমা নিন্নুচুড়ালানি। আর বয়স 18 হওয়ার আগেই নামের আগে সুপারস্টারের তকমা লেগে যায় জুনিয়র এনটিআর এর। এরপর একে একে আদি, সিং হাদ্রি, রাখি, বৃন্দাবনম্, টেম্পার, বাদশা, নানাকু প্রেমাথ এর মতো একের পর এক সুপারহিট ছবির মাধ্যমে তিনি সব বয়সী দর্শকদের মন জয় করে নেন। নানাকু প্রেমাথ সিনেমার জন্য নিজের চুল এবং দাড়ি স্টাইল পরিবর্তন করে তিনি সম্পূর্ণ নতুনরূপে আত্মপ্রকাশ করার পরই ভক্তরা খুশি হয়ে তাকে ডাকা শুরু করেন দ্য ইয়াং টাইগার বলে।

 

আজ জুনিয়র এনটিআর এর জনপ্রিয়তা দেশ ছাড়িয়ে পাড়ি দিয়েছে বিদেশেও। বাংলাদেশ পাকিস্তানের মতো প্রতিবেশী দেশ তো বটেই শুধু জাপানে রজনীকান্তের পর একমাত্র জুনিয়র এনটিআর কে সুপারস্টার হিসেবে মানা হয় এবং তার সিনেমাও দেখানো হয়। আর কিছুদিন বাদেই এস এস রাজামৌলি হাত ধরে আরো একবার বড় পর্দায় ম্যাজিক দেখাতে আসছেন জুনিয়র এনটিআর। আর আর আর নামক এই সিনেমায় তাকে দেখার জন্য মুখিয়ে রয়েছে তার ফ্যানেরা। ভাল থাকুন জুনিয়র এনটিআর ওরফে ইয়াং টাইগার আপনার পরবর্তী সিনেমার অপেক্ষায় রয়েছি আমরা।

Cradit-UltiMad Media youtube

আরও পড়ুন: ৫০ পয়সায় সিনেমা বানিয়েছিলেন শিবপ্রসাদ !

 

Post a Comment

নবীনতর পূর্বতন