শেষমেষ এটাই আপডেট উঠে আসছেযে Ala Vaikunthapurramuloo হিন্দি ভার্সন রিলিজ করছে না। 20/01/2022 এ ট্রেলার আসার কথা ছিল, কিন্তু আসেনি এবং বলিউড থেকে এটাকে আটকানো হচ্ছে। রিলিজ করতে দেওয়া হচ্ছে না 26 তারিখে। আর এটা সত্য কি মিথ্যা তা 26 তারিখ জানা যাবে । তবে এটি বড় স্কেলে রিলিজ হওয়ার কথা ছিল। AA Flims এর সাথে কোলাবরেশন করেছিল Goldmines Flim এটি আসার কথা ছিল এবং T-Series করছিল মিউজিক। যেদিন বলা হয়েছিল গোল্ডমাইনস্ ইউটিউব চ্যানেলে তার ট্রিজারো এসেছিল এবং আপনি দেখুন 2 বছরের পুরান একটি তেলেগু ছবি যেটা 2020 এর শুরুতে রিলিজ হয়। এখন 2022 এর শুরু দুবছর হয়ে গেছে। তারপরেও যখন হিন্দি ভার্সান আসার কথা আছে। আপনি পাবলিক এর মধ্যে শুধু ক্রেজটা দেখুন ক্রেজটা দেখলে বুঝতে পারবেন প্রত্যেকে একসাইটেড ছিলেন ছবিটা দেখবো হিন্দিতে অর্জিনাল হিন্দি ভাল ডাবিং হলে গিয়ে দেখবো এবং সামনি কোন হিন্দি রিলিজ ও ছিল না। এটি দু'বছর আগের ছবি একটা নেটফ্লিক্স এ আছে।
আর সব থেকে বড় কথা এখন কোন হিন্দি সিনেমা নেই যেটা এই সিনেমা কে ব্যবসা করতে দেবে না। কিন্তু দেখুন এমন একটি পুরান তেলেগু সিনেমাকে ও বলিউড রালিজ করতে দিচ্ছে না। এটা রিলিজ হলে রাঙ্গাস্থালাম, মার্সাল বিশ্বাস্বাম ছবি গুলির রিলিজ করার প্লান ছিল গোল্ডমাইনের। এখন এবার কথা বলা যায় কথা এগুলো কেন করা হচ্ছে? এগুলো হচ্ছে নিরাপত্তাহীনতায় ভুগছে গোটা বলিউড। যদি অরিজিনাল সিনেমাগুলি ডাবিং করে বড় পর্দায় রিলিজ করে যদি লোকে দেখতে শুরু করে দেৎ্য় তবে আমরা(Bollywood) রিমেক করতে পারবো না। কারণ আপনি দেখুন এখন মোটামুটি পরপর 25 থেকে 30টি রিমেক রয়েছে। হতে পারে রিমেক তৈরি হয়ে গেছে বা হচ্ছে বা শুটিং চলছে। তারা ওই ব্যাপারটা বন্ধ করতে চাইছে না। এবার দেখুন আমাদের বাংলা সিনেমায় ও আমরা হতে দেখছি চোখের সামনে। যখন তেলেগু, তামিল ছবি গুলো ডাবিং হয়ে ইউটিউবে দেখাতে শুরু করলো তখনি আমাদের বাংলা সিনেমা বক্স-অফিস পড়তে শুরু করলো।
এবার বাংলা সিনেমার পক্ষে সেটা সম্ভব ছিল না যে এটিকে নিয়ন্ত্রণ করা। আর বলিউড এটাকে যেন তেন প্রকারে আটকানোর চেষ্টায় আছে। এর আগেও আমরা দেখেছি যে Avane Srimannarayana এত ভাল একটা ছবি রিলিজ করতে দেওয়া হয়নি। এবার বলা যায় যে এভাবে আটকান কি সম্ভব? আপনারা দেখলে বুঝতে পারবেন 2020 এর পর থেকে বলিউডের প্রতি মানুষের একটা সব সাধারন মানুষের একটা অনিহা জন্মেছে। আপনি বেশিরভাগ কমেন্ট সেকশনে গেলে দেখতে পাবেন। বলিউডের সেলিব্রিটিদের লাইফস্টাইল বাদ দিয়েও যদি সিনেমার দিকটি দেখা যায় তবে তেমন কোয়ালিটি মেন্টেন হচ্ছেনা তারপর সেটা যদি অন্য কেউ বানায় তাকে রিলিজ করতে না দেওয়া। যেখানে দেখতে গেলে বলিউডের বাজেট কিন্তু কোম না। সেপা কোম বেশি সবাই জানেন। সব থেকে বেশি ডিরেক্টর আছে । সব থেকে বেশী অভিনেতা অভিনেত্রী আছে। সবকিছু থাকার পরেও কেন এমন আচারন? এটা বুঝে ওঠা কঠিন। সত্য বলতে এরকম করে লাভের থৈকে ক্ষতির সম্মুখীন বেশি হতে হবে বলিউড ইন্ডাস্ট্রিকে।
— Goldmines Telefilms (@GTelefilms) January 21, 2022
যতটা সম্মান Bollywood এর প্রতি আছে সেটা অতি ধীরে ধীরে মানুষের মন থেকে চলে যাবে। তাছাড়া আমরা বগত দুবছরে দেখেছি বহু ছবি OTT তে এসেছে। ওটিটি তে এসেছে বলে সেগুলি মানুষ পাইরেসি করে মানুষ দেখেছে। তবেই মানুষ সেগুলি নিয়ে কথা বলেছে। এগুলি হলে রিলিজ করলে কত ছবি জনপ্রিয় সব স্টাররা ছিল সেগুলি বড় পর্দায় রিলিজ করার সাহস হয় নি। সেখানে আপনি তেলেগু বক্স অফিস দেখুন বা তামিল বক্স অফিস দেখুন। আজ হিন্দি সিনেমার অবস্থা দেখুন, একটি সূর্যবংশী দিয়ে কি হবে। সাউথের সিনেমায় কতগুলো সিনেমা বেরিয়েছে ফাস্ট ওয়েভের পরে মাস্টার , ক্রাক সেকেন্ড ওয়েভার পর ডক্টর এল তামিলে। এই পুষ্পা এহে প্যান ইন্ডিয়ার কন্সেপ্টকেই পরিবর্তন করিয়ে দিল এটা ঠিক। আর সেটা বলিউড পারছে না করতে। আর তোমরা যখন পারছো না করতে তাহলে যেখানে সমস্যা আছে সেটা সমাধান করা উচিৎ। সেটাকে ঠিক করবার চেষ্টা করা উচিৎ তা না করে যেটা ভাল পদক্ষেপ নিচ্ছে তাকে বাঁধা দিচ্ছে আসলে পুষ্পার পর এরা ভয় পেয়ে গেছে এবং এরা এই জিনিসটাকে আটকাতে চাইছে। কিন্তু সত্য বলতে এই হাওয়াটাকে বন্ধ করা অসম্ভব। এটা সম্ভব নয় ।
আরও পড়ুন:পাইথন প্রোগ্রামিং কি ? আর আপনি পাইথন প্রোগ্রামিং দিয়ে কি করতে পারবেন? আর কেন পাইথন এতটা জনপ্রিয়?
আল্লু আর্ভিন্দ স্যার যিনি আল্লু আর্জুনের পিতা উনি অরজিনাল এবং রিমেক দুটি ফিল্মের প্রডিউসার। আর শেষ সংবাদ এটা যে স্যার মুম্বাই চলে গেছেন 26 জানুয়ারি হিন্দি ডাবিং ফিল্মকে বন্ধ করার জন্য। কারন শুধু সাহেজাদা, অরজিনাল ফিল্ম যদি চলে আসে তবে রিমেক দেখতে কে যাবে ? পুরো মাস্টার প্লান 200- 300 কোটির লোকসান হয়ে যাবে। এবার দেখুন দুটি সিনেমার রাইট নিয়ে রেখেছে গোল্ড মাইনস্ অরজিনাল আর রিমেক দুটি। আর এরা চাইছে যে পুষ্পার সফলতার পর ফ্যানেদের উংসাহের কারনে আল্লু আর্জুনের অরজিনাল হিন্দি ভার্সান দেখান উচিৎ থিয়েটারে । এর কারনেঈ হয়ে গেছে পাংগা। এই কারণে বিগত কয়েক দিন মিটিং চলছে মুম্বাইয়ে। কিছু সমাধানের খোঁজে। পয়সা, ক্ষমতা, রাজনীতি চায় যেমনি হোক না কেন তবে 26 ই জানুয়ারি ফিল্ম যেন না প্রকাশ পায়। একটা গান আছে না ' সব গান্ধা হে , লেকিন ধান্দা হে ' তো আল্লু আর্ভিন্দ স্যারের বাধ্যতামূলক হয়ে গেছে। অরজিনাল ভার্সান 200 কোটির বেশি ব্যবসা করে নিয়েছে তো হিন্দি ডাবিং থেকেতো কিছুই কামাতে পারবে না।
যা কামাবে সেটা হবে গোল্ডমাইনস্ এর। তবে হ্যাঁ রিমেক ভার্সানে পয়সা দুই তরফে যাবে, বলিউডের কাছেও আর প্রডিসারের কাছেও। কিন্তু এরা একটি গুরুত্বপূর্ণ কথা ভুলে গেছে অরজিনাল বনাম রিমেক আপনার জন্য রিমেক হতে পারে তবে ফ্যান এর আবেগ কনো নিয়ে কোন ব্যবসা নয়। আপনারা পয়সা দিয়ে ওটা কিনতে পারবে না। এই কথা জোরের সাথে বলা যায় যদি 26 তারিখ এই সিনেমা হিন্দিতে থিয়েটারে রিলিজ না হয়। তাহলে সাহেজাদার বড় ক্ষতি হতে পারে। লোক অপছন্দ করবে সিনেমাটিকে। কেননা আলা বৈকুণ্ঠপুরামেলু শুধু আল্লু আর্জুনের জন্য গুরুত্বপূর্ণ নয়। এ একটি অভিজ্ঞতা যেটা পুরো ইন্ডিয়ান সিনেমার ভবিষ্যত বানাতে পারে । কেননা একটি সিনেমা ভাল চললে আগে হিন্দি ডাবিং ভার্সান থিয়েটারে দেখতে পাবেন। কোম পয়সায় যখন অরজিনাল জিনিস পাবেন তখন বেশি টাকা দিয়ে নকল কেন কিনবে। রেজাল্ট বলিউডের রিমেক ব্যবসায় তালা লাগিয়ে দেবে। তবে এটা বলা মুশকিল যে কিভাবে হবে কিন্তু আপনারা যারা ভাল সিনেমা দেখতে চাও তারা এই লেখাটিকে শেয়ার কর । আমাদের 26 জানুয়ারি অরজিনাল ভার্সান চাই থিয়েটারে ব্যাস।
আরও পড়ুন: হিরোর পিছনে নাচা ডান্সার থেকে আজ সাউথের সুপারস্টার !
osm
উত্তরমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন