আজকে বলবো কোন পাঁচটা কারণে তোমার দ্বারা কোনদিনও ইংরেজিতে দক্ষ বা কম্ফোর্টেবল হওয়া সম্ভব নয়। আর এই 5 টি কারণের পরে বলবো যে, কোন একটা সিম্পল প্রসেস বা পদ্ধতি প্রয়োগ করলে তুমি হয়তো ইংলিশ এর বেসিক জিনিস গুলো মোটামুটি আয়ত্তে নিয়ে আসতে পারো। এই পাঁচটা জিনিসের যাওয়ার আগে তোমার যদি মনে হয় যে তোমার ইংলিশটা আপগ্রেড করা উচিত তাইলে শেষ পর্যন্ত পড়।
1. এর মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে তুমি এখনো লজ্জাহীন হইতে পারোনি। কারণ তুমি যখন ইংলিশ বলতে যাবে তখন স্বাভাবিকভাবে তোমার উচ্চারণ হবে না, ওয়ার্ড ভুলে যাবে, অন্যরা তোমাকে দেখে নাক সিঁটকাবে, ভুরু কুচকাবে বা টিটকারি মারবে। এই জিনিস গুলি হজম করেও তুমি তোমার অনুশীলন চালিয়ে যাবার মত তুমি লজ্জাহীন হওনি।
2. নাম্বার টু যে জিনিসটা হচ্ছে তুমি যত গুলি পদ্ধতিতে ইংলিশ শেখার চেষ্টা করো তার কোনোটাই ইফেক্টিভ না। আমরা বেশিরভাগ সময় কি করি ইংরেজি পড়তে পারি কিন্তু এক লাইন পড়াতে গিয়ে আমারা পাঁচটা শব্দ পারি না। ওই পাঁচটা শব্দের মানে খুঁজতে গিয়ে ওই বাক্যে কি বলছে সেটা বুজি না। পরের লাইন এগিয়ে যাওয়ার আগ্রহ থাকে না। ব্যাস ইংরেজি পত্রিকা পড়ে ইংরেজি শিক্ষার প্রচেষ্টা আমাদের ব্যর্থ হলো। তাছাড়াও আমরা ইংলিশ সিনেমা দেখে ট্রাই করি ইংরাজি শেখা। কিন্তু সিনেমা দুই মিনিট না যেতে না যেতে দেখা গেল গল্প একদিকে চলে গেল নায়ক নায়িকা বা গুন্ডার সাথে মারামারি শুরু করেছে। ওই মারামারি গুতোয় আমাদের ইংরেজি শেখার ইচ্ছা আকাঙ্ক্ষা সব হারায়ে যায়।
3. নাম্বার থ্রি হচ্ছে তোমার সঠিক ফ্রেন্ড সার্কেল নেই যাদের সাথে তুমি ইংলিশ প্র্যাকটিস করতে পারো। তোমার বন্ধু সর্কেলে ইংলিশটা বলা শুরু করতে হবে প্রতিনিয়ত ।
4. তুমি ইংরেজি টাকে দেখো সমুদ্রের মতো করে, আসলে তোমাকে এত সমুদ্র শিক্ষার দরকার নেই। তোমার বেসিক মিনিমাম একটা জিনিস শিখলাম হবে। কারণ চিন্তা করে দেখো তুমি যেটা বাংলা ডিকশনারি যদি নেও। তবে ডিকশনারি মধ্যে দেখা যাবে 70 শতাংশ শব্দ তুমি নিজে জানোনা। কিন্তু দেখ তুমি বাংলায় কথা বলা, শোনা,ল এখা সবকিছুই পারো। একই জিনিষ ইংলিশের ক্ষেত্রেও। তুমি ইংলিশ ডিক্সেনারির মধ্যে যত ওয়ার্ড আছে নিউজের যত শত ওয়ার্ড় আছে সবতো আর পারার দরকার নেই। তোমার সধারন কিছু জিনিস দরকার। যেটা তুমি প্রত্যেকদিন কনভারসেশনটা কন্টিনিউ করতে পারবে। ওই সধারন জিনিসটা যদি তুমি শেখার টার্গেট করো তাহলে ওইটা অল্প সময়ের মধ্যে অর্জন করা সম্ভব। আর তুমি যদি বড় জিনিসটাকে টার্গেট করে রাখ যে আমি ইংরেজির বিদ্যের জাহাজ হয়ে যাব। তাহলে তোমার দ্বারা ইংরেজি শিক্ষার এটা কখনোই সম্ভব হয়ে উঠবেন না।
5. ইংরেজি শেখার ক্ষেত্রে কোন ধৈর্য নাই। তুমি একদিন কোনরকম 2 ঘন্টা ইংলিশ প্রাক্টিস করেছ। তারপরে দিন তুমি আসা করছো যে না তুমি আজকে ইংরেজির একদম বিশাল কিছু একটা হর্তাকর্তা উইলিয়াম-শেক্সপিয়ার হয়ে যাবে। সেটা যখন তুমি বুঝতে পারো তখন তুমি বলো আমার দ্বারা ইংলিশ হবে না।
আরও পড়ুন: প্রোগ্রামিং শিখতে কত দিন সময় লাগে ?
এখন বলবো কোন পদ্ধতি অবলম্বন করলে তুমি ইংরেজি শিখতে পারবে। আর ইংলিশ শিখার জন্য সবথেকে কার্যকরী উপায় হচ্ছে কথা বল। কারণ তুমি চিন্তা করে দেখ তুমি যখন বাংলা শিখতে শুরু করছিলে ছোটবেলায়। তুমি ওই ডিকশনারী খুলে বসো নি বা পত্রিকা খুলে বসো নি বা সিনেমা খুলে বসো নি। বরং তোমার পিতা বা তোমার মা এসে তোমাকে বলানোর চেষ্টা করছে। আচ্ছা বল বাবা বল মা। তারপরও তুমি ওটা বলার চেষ্টা করে করে তুমি বাংলা শিখেছ। তারও 1 থেকে 2 বছর পরে তুমি হয়তো বর্ণমালা শিখেছো। তার কিছু বছর পরে তুমি লিখার চেষ্টা বা পড়ার চেষ্টা করেছো। তুমি জাস্ট গুগল Play Store গিয়ে SPEAKLAR নামে একটি অ্যাপ আছে লিঙ্ক দেওয়া থাকলো। এই অ্যাপটি কে Install করে ফেলো। (Install এ চাপুন ডাউনলোড করার জন্য)
এই অ্যাপটার কাজ হচ্ছে, তুমি যদি অ্যাপের মধ্যে সক্রিয় থাকো। তাহলে তুমি লাইভ অন্য একটা ব্যক্তির সাথে ইংলিশে কথা বলতে পারবে। সে হয়তো ইন্ডিয়া, নেপাল, বাংলাদেশ বা অন্য কোন দেশের হতে পারে। কিন্তু তোমরা দুই জনই হচ্ছে ইংরেজি কথা বলে ইংরেজি শিখতে চাচ্ছো। সে যহেতু তোমার পরিচিত কেউ না তোমরা দুইজনে যদি ইংলিশ বলতে গিয়ে সম্যায় পড় যাই হোক না কেন তোমাদের কারোরই কোনো লজ্জা লাগবে না। কারণ কেউ কাউকে চেন না। সুতরাং তুমি যদি একটু বলতে পারো যে মাই নেম ইজ হাবলু, যদি বলতে পারো তুমি আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করো। বেশির ভাগ হতে পারে তোমাকে দুইটা গালি দিয়ে বন্ধ করে দিবে। তারপর তুমি আরেকজনকে কল করো। সেইভাবে তুমি যদি কথা বলতে থাকো এবং প্রত্যেকদিন একটা ইনটেনশন রাখবে। সেটা হচ্ছে তুমি আজকে সারাদিনে কোন জায়গায় কোন একটা ইংরেজি শব্দ শুনছো হয় টিভি নিউজ দেখার সময় একটা ইংরেজি শব্দ চলে আসছে। অথবা ফ্রেন্ড কোন একটা জায়গায় বলছে বা কোন একটা কিছুতে তুমি পেয়েছো। ওই ওয়ার্ডটি SPEAKLAR APP এ যার সাথে কথা বলবে তার সাথে কথা বলার সময় ওই ওয়ার্ড টা ব্যবহার করবে। এটা যদি করো তাহলে তোমার ইংরেজি বলার এবং করা পরে কি বলতে হবে এই প্রক্টিস যখন হয়ে যাবে। তুমি ইংরেজিতে মোটামুটি একটু একটু করে কম্ফোর্টেবল হয়ে যাবে। যদি পড়তে পড়তে এত দুর চলে আসেন তাহলে কমেন্ট করে জানান ইংরাজি কি আপনি বলতে পারে যদি পারেন তাহলে পরবর্তী কি ভাষা সেখার ইচ্ছে আছে ।
আরও পড়ুন:পাইথন প্রোগ্রামিং কি ? আর আপনি পাইথন প্রোগ্রামিং দিয়ে কি করতে পারবেন? আর কেন পাইথন এতটা জনপ্রিয়?
একটি মন্তব্য পোস্ট করুন