ইন্সুরেন্স কি ? (What is Insurance)
- ইন্সুরেন্স এর বাংলা হচ্ছে বীমা। আপনি আপনার মহা মূল্যবান জীবন এবং মূল্যবান সম্পদ এর ক্ষতির শিকার হলে এই ক্ষতির ক্ষতিপূরণ লাভের ব্যবস্থা কেই বীমা বলা হয়।
ইন্সুরেন্স বা বীমা কত প্রকার?
প্রধানত দুই প্রকার, 1. সাধারণ বীমা 2.জীবন বীমা
- 1.সাধারণ বীমা : জীবন বীমা ছাড়া আর সকল কিছুর বীমা।
- 2.জীবন বীমা: জীবনের উপর যে বীমা করা হয়।
সাধারণ বীমা কেন দরকার?
দুর্ঘটনাজনিত কারণে আপনার সম্পদের ক্ষতি সাধিত হলে সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্যই এই বীমা দরকার।
- নৌ বীমা : নৌযান অর্থাৎ জলে চালিত যেকোনো যান ক্ষতিগ্রস্ত হলে এটি প্রদান করা হয়।
- অগ্নি বীমা : অগ্নিসংযোগ কাণ্ডে ক্ষতিগ্রস্ত হলে এটি প্রদান করা হয়।
- অপহরণ বীমা: সম্পদ চুরি ডাকাতি হলে এটি ব্যবহার করা হয়।
- তৃতীয় পক্ষ বীমা : নিজের দ্বারা অন্যের ক্ষতি হলে এই বীমার টাকা হতে তৃতীয় পক্ষকে ক্ষতিপূরণ দেওয়া হয়।
জীবন বীমা কেন দরকার ?
- 1 আপনার আকস্মিক মৃত্যু হলে আর আপনি যদি আপনার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হন তাহলে আপনার পরিবার আকস্মিক অর্থকষ্ট হতে মুক্তি পাবে।
- আপনার ঋণ পরিশোধ এর ঝামেলা হবে না।
- আপনার চিকিৎসার ব্যয় বহন করবে।
- ভবিষ্যতের চিন্তা মুক্ত হবে।
- কর থেকে মুক্তি পাবেন।
- আপনি আপনার অল্প আয়ের দিয়ে বড় লক্ষ্য অর্জন করবেন।
- চাকরি হতে অবসরের পর নিশ্চিন্ত থাকতে পারবেন।
গাড়ি বিমা
মোটর গাড়ির জন্য বাধ্যতামূলক
- 1.প্রথম পক্ষ বীমা - আপনার গাড়ি যদি কোন কারনে ক্ষতিগ্রস্ত হয় তাহলে বীমা কোম্পানি ক্ষতিগ্রস্ত গাড়িটির উপর ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে।
- 2. তৃতীয় পক্ষ বীমা- আপনার এই যানটির কারনে যদি কোন ব্যাক্তি বা সম্পদ ক্ষতিগ্রস্ত হয় তাহলে সেই ক্ষতিপূরণ বীমা কোম্পানি আপনার হয়ে ক্ষতিগ্রস্তকে প্রদান করবে ।
গাড়ি বীমার আওতা
- দুর্ঘটনাজনিত ক্ষতি
- গাড়ি চুরি হয়ে যাওয়া
- গাড়িতে দুর্ঘটনা জনিত কারণে আগুন ধরে যাওয়া।
- প্রাকৃতিক দুর্যোগে গাড়ির যে কোন ক্ষতি।
- সন্ত্রাসী কর্মকাণ্ড জনিত কারণে গাড়ির ক্ষতি।
গাড়ি বীমার আওতা বহির্ভূত
- বেআইনি কাজ
- মাদক দ্রব্য বহন করতে গিয়ে।
- ড্রাইভিং লাইসেন্স না থাকা।
- যান্ত্রিক গুরুতর ত্রুটি।
একটি মন্তব্য পোস্ট করুন