জ 21 বছর বাদে ভারতবর্ষের কোন মেয়ের মাথায় উঠল মিস ইউনিভার্স খেতাব। লারা দত্ত যখন 2000 সালে মিস ইউনিভার্স খেতাব পান, মেয়েটার বয়স তখন মাত্র তিন মাস। সুস্মিতা সেন, লারা দত্ত পরে, সেই ছোট্ট ভারতীয় মেয়েটাই নতুন মিস ইউনিভার্স। সারাবিশ্বের 80 জন প্রতিযোগীকে পেছনে ফেলে মেয়েটি আজ ভারতবর্ষকে এনে দিয়েছে এই অনন্য সম্মান। 


3রা মার্চ 2000 সাল পাঞ্জাবের চণ্ডীগড়ের একটা শিখ পরিবারের জন্ম হয় মেয়েটির। মা রুবি সান্ধু ছিলেন একজন গাইনোকলজিস্ট যিনি পুরুষতান্ত্রিক সমাজের সমস্ত চোখরাঙানি ও কটুক্তি উপেক্ষা করে অনেক ছোটবেলাতেই ডাক্তারি পড়ার সিদ্ধান্ত নেন। এমন দৃড় চরিত্র-বৈশিষ্ট্য মায়ের সন্তান হওয়ার দরুন মেয়েটিও ছোটবেলা থেকেই খুব পরিশ্রমিক ও উদার মানসিকতাসম্পন্ন হয়ে ওঠে। সে বুঝতে পারে পড়াশুনায় একমাত্র পথ জীবনে বড় হওয়ার। তাই প্রথমে শিবালিক পাবলিক স্কুল, তারপর চন্ডিগড় গভমেন্ট কলেজ ফর গার্লস থেকে ডিগ্রি লাভ করে মেয়েটা।


খুব ছোট থেকেই পড়াশোনার পাশাপাশি কি মডেলিং করতে ভালো লাগতো মেয়েটার। আয়নার সামনে দাঁড়িয়ে নানান বলিউড অভিনেত্রী অনুকরণে অভিনয় করতো সে। পড়াশোনার পাশাপাশি তারই মডেলিং এর প্রতি আগ্রহ চোখে পড়ে মায়ের। মা তাঁকে ভর্তি করিয়ে দেন স্পেশাল গ্রুমিং ক্লাসে। ফল সরুপ 2017 সালে মাত্র 17 বছর বয়সে মিস চন্ডিগড় এর খেতাব, 2018 সালে ম্যাক্স ইমারজেন্সি স্টার এর খিতাব এবং 2019 সালে মাত্র 19 বছর বয়সে ফেমিনা মিস ইন্ডিয়া পাঞ্জাবে এর খেতাব অর্জন করে মেয়েটি। এরপর 2021 সালে মিস ডিভার(Miss Diva Universe 2021) খেতাব  নিয়ে মেয়েটি বলে অল্প বয়স থেকেই বডি শেমিং এর শিকার হতে হয়েছে না আমাকে। সেই জন্য আমার মানসিক স্বাস্থ্য খুব একটা ভালো ছিল না কোনো কালেই কিন্তু সেই জায়গা থেকে ফিনিক্স পাখির মত ডানা ঝাপটে উঠে এসেছি আমি। একজন সাহসী ও স্বাধীনচেতা নারী হিসাবে।

 

 

আরও পড়ুন:‘ফ্যামিলি ম্যান’-এ ‘রাজি’ সেজে কাঁপিয়ে দিয়েছেন দর্শক মহল !

 তাই আমি গর্বিত যে আমি একজন নারী। মাত্র 21 বছর বয়সী একটা মেয়ের মুখে এহেন পরিণত কথা শুনে হাততালি তো ফেটে পড়ে গোটা অডিটরিয়াম। মিস ডিভার খেতাব জিতেই মেয়েটি পাড়ি দেয় ইজরায়েলের এরিয়াটে মিস ইউনিভার্সের কনটেস্টের জন্য। সেখানেও একের পর এক রাউন্ডে বিচারকদের অবাক করে দেওয়া উত্তর দিতে থাকে মেয়েটা। একটা রাউন্ডে তাকে জিজ্ঞাসা করা হয় আজকের সমাজে নারীরা ক্রমাগত চাপ গুলোর সম্মুখীন হচ্ছে সে বিষয়ে তার কি মত? তখন মেয়েটি জবাব দেয় মেয়েদের সবার আগে উচিত নিজের উপর বিশ্বাস কায়েম করা। সেটাই তাদের সবচেয়ে সুন্দর করে তোলে। তাদের উচিত অন্যদের সাথে নিজেদের তুলনা না করা এবং নিজেই নিজের জন্য আওয়াজ উঠানো, কিংবা প্রতিবাদ করা। আমি করেছি এবং তাই আমি আজ এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। 21 বছর বয়সী হারনাজ সান্ধু(Harnazz Sandhu) এই ধরেই উত্তর শুনে মুগ্ধ হয়ে যায় বিচারকসহ গোটা বিশ্বের মানুষ। এর কিছুটা পরে মিস ইউনিভার্সের ক্রাউন ওঠে হারনাজের মাথায়। 


শুভেচ্ছা বর্তায় ভরে যেতে থাকে সোশ্যাল মিডিয়া। ভারত পায় তার তৃতীয় মিস ইউনিভার্সকে। ভালো থাকুন হাসানাজ সান্ধু।  আপনার আগামী জীবনের জন্য অনেক শুভেচ্ছা রইল।

Cradit- UltiMad Media(YouTube)

 আরও পড়ুন:100 কিলো ওয়েট নিয়েও সিনেমার হিরোইন!

 

Post a Comment

নবীনতর পূর্বতন