নি
জেদের গ্রাহকদের জন্য বারবারই আকর্ষণীয় রিচার্জ প্ল্যান নিয়ে আসে রিলায়েন্স জিও ( Reliance Jio)। তবে শুধু গ্রাহকদের কথা ভেবে নয়, অন্যান্য টেলিকম সংস্থাকে টেক্কা দিতে ও মাঝেমধ্যেই এই অফার গুলো নিয়ে আসে জিও। এরমধ্যে কোন রিচার্জ প্লানে ভেলিডিটি বেশি, কারো বা কম। কোন প্ল্যানে অতিরিক্ত ইন্টারনেট অফার করা হয়, আবার কোন প্লানে থাকে একাধিক OTT প্ল্যাটফর্মের ফ্রি সাবস্ক্রিপশন। সম্প্রতি সেরকমই একটি নতুন গ্রাহকদের জন্য আনলো রিলায়েন্স জিও।

 
কি অফার? জানা যাচ্ছে, নতুন ৩২৯ টাকার রিচার্জ প্ল্যানে জিও গ্রাহকরা পাবেন ৬ জিবি হাই স্পিড ইন্টারনেট ডেটা। এছাড়া দেশের যে কোনো নেটওয়ার্কই এই প্ল্যান আনলিমিটেড ভয়েস কলিং এর সুবিধা পেয়ে যাবেন গ্রাহকরা। এছাড়াও এই প্লানে প্রতিদিন ১০০ টি করে এসএমএস পাঠানো যাবে। রিলায়েন্স জিওর ৩২৯ ঢাকার এই প্রিপেড প্ল্যান এর ভ্যালিডিটি থাকছে ৮৪ দিন। তবে এখানেই শেষ নয়। এই প্লানে রিচার্জের পর ৬ জিবি ডেটা ব্যবহার করে ফেললেও গ্রাহকদের ইন্টারনেট পরিষেবা বন্ধ হবে না। হাই স্পিড ডাটা শেষ হয়ে গেলেও, বাকি দিন ৬৪ KBPS স্পিড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন গ্রাহকরা।
 
 
তাছাড়াও একাধিক আকর্ষণে রিচার্জ প্যাক রয়েছেন রিলায়েন্স জিওর। এর মধ্যে অন্যতম উল্লেখযোগ্য ৯৯৯, ৭৭৭ এবং ৫৫৫ টাকার প্ল্যানগুলি। ৯৯৯ টাকার প্লানে গ্রাহকরা রোজ ৩ জিবি করে ডেটা পেয়ে যাবেন। দেশের যে কোন নেটওয়ার্কে আনলিমিটেড কলিং এবং প্রত্যেক দিন ১০০ করে এসএমএস অফার পেয়ে যাবেন গ্রাহকের। ৭৭৭ টাকার প্লেনে মিলবে প্রত্যেকদিন ১.৫ জিবি হাই স্পিড ইন্টারনেট ডেটা। এছাড়াও ফ্রি কলিং এবং ১০০ টি এসএমএস পাওয়া যাবে। পাশাপাশি থাকবে ডিজনি+ হটস্টারে(Disney+ Hotstar) ফ্রী সাবস্ক্রিপশনো। আর ৫৫৫ টাকার প্লানেও থাকছে ১.৫ জিবি ইন্টারনেট ডেটা পাওয়া যাবে। তুমি ফ্রি কলিং পাবেন না গ্রাহকরা। জিও থেকে জিও তে বিনামূল্যে কোন করতে পারলেও জিও থেকে অন্য নাম্বারে ফোন করার জন্য 3000 মিনিট পাবেন একজন গ্রাহক। তবে থাকছে ১০০ টি এসএমএস এর সুবিধা। আর এই তিনটি পাখি ভ্যালিডিটি থাকছে ৮৪ দিনের এবং ডেটল লিমিট শেষ হয়ে গেলে ইন্টারনেট স্পিড কমে যাবে ৬৪ KBPS এ।

 
 
 
 
 
 
 
 
 
 
আপনার মূল্যবান মতামত জানান কমেন্ট বক্সে।

Post a Comment

নবীনতর পূর্বতন