ত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) কে খুনের হুমকি দেওয়ার অভিযোগে ঘিরে চাঞ্চল্য ছড়ালো।'আর ৪ দিন বাকি রয়েছে', যোগীকে এমন হুমকি বার্তা দেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে। কে হুমকি দিলেন, তা এখনো স্পষ্ট নয়। উত্তর প্রদেশে পুলিশের ইমারজেন্সি নাম্বার ১১২ এ হোয়াটসঅ্যাপের যোগীকে হুমকি মেসেজ দেওয়া হয় বলে খবর। সুশান্ত গল্ফ সিটি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তির খোঁজে তল্লাশি চালানো হচ্ছে ইতিমধ্যে।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের খোঁজে একটি নজরদারি দল তৈরি করা হয়েছে। সেইসঙ্গে অভিযান চালানোর জন্য একটি দল তৈরি করা হয়েছে। গত ২৯এ এপ্রিল সন্ধ্যায় হুমকি মেসেজ আসে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা।
 
উল্লেখ্য এই প্রথমবার নয়, এর আগেও খুনের হুমকি পেয়েছেন যোগী আদিত্যনাথ। গত বছরের সেপ্টেম্বর, নভেম্বর-ডিসেম্বরে হুমকি ফোন পান আদিত্যনাথ। গত নভেম্বরে উত্তরপ্রদেশ পুলিশ হেল্পলাইন নম্বর ১১২ এ মেসেজ পাঠিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল এক ১৫ বছর বয়সী নাবালকের বিরুদ্ধে ‌। পরী এই নাবালক কে গ্রেফতার করা হয় এবং জুভেনাইল হোমে পাঠানো হয়েছিল।

প্রসঙ্গত, যোগী আদিত্যনাথ জেড প্লাস VVIP নিরাপত্তা দেওয়া হয়েছিল ২০১৭ সালে। তার পাশাপাশি যোগীর সঙ্গে সর্বদাই ২৫-২৮ জন সশস্ত্র কমান্ডো থাকেন। বারবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী কে খুনের হুমকির মেসেজ কিরে নড়েচড়ে বসেছে সেই রাজ্যের পুলিশ মহল। মুখ্যমন্ত্রী বাড়তি নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে।
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
আপনার মূল্যবান মতামত জানান কমেন্ট বক্সে।

Post a Comment

নবীনতর পূর্বতন