তিনি হলেন জাদুসম্রাট (Magic emperor) সিনিয়র পি সি সরকার।
প্রতুল চন্দ্র সরকার(Protul Chandra Sorcar)।
(১৯১৩- ১৯৭১)
 
জয়পুরে রাজসভা।
রাজা -মহারাজা  আরো সব গণ্যমান্য অতিথিরা সব উপস্থিত। 
আর উপস্থিত সেই সভায় বিশিষ্ট জাদুকর পি সি সরকার।
এবার স্বয়ং রাজা হনুবন্ত সিং সমাগত অতিথিদের ম্যাজিক দেখাতে শুরু করলেন।
রাজা কিছুক্ষণ পর ম্যাজিক দেখানো শেষ করলেন।
কিন্তু অতিথিরা  আরো ম্যাজিক দেখতে চান।
কিন্তু রাজা তো দু'একটার বেশি ম্যাজিক জানতেন না।
এদিকে রাজা ছাড়া কেউ রাজ সভায়  খেলা দেখাতে পারবেন না। 
এখন উপায়? রাজার মাথায় একটা বুদ্ধি খেলে গেল!

রাজা হনুবন্ত সিং (Raja Hanumant Singh)  রাজকীয় পোশাকে সজ্জিত করলেন পি সি সরকারকে। 
চোস্তের ওপরে ঝলমলে রাজপোশাকের সঙ্গে জয়পুরের পাগড়ি দিলেন।
এবার রাজার অনুরোধে পি সি সরকার সভায় খেলা দেখাতে এলেন।
ম্যাজিক দেখে সবাই আনন্দে ফেটে পড়লেন।

এই ঘটনা নিয়ে একসময়  এক ব্রিটিশ জাদুকর পি সি সরকারকে বিদ্রুপ করে বলেছিলেন,
 "WHY YOU WEAR PRINCELY COSTUME  YOU ARE NOT ROYAL BIRTH. "
 এবার  পি সি সরকার হাসতে হাসতে চোস্ত ইংরেজিতে জবাব দিলেন,
" HELLOW MR. AM I NOT PRINCE OF MAGIC?" 
রাজবংশে জন্ম না হতে পারে কিন্তু আমি কি ম্যাজিকের রাজকুমার নই? 
সায়েবের  থোঁতা মুখ ভোঁতা করে দিলেন পি সি সরকার!
 
আর সেই থেকে পি সি সরকার (P.C. Sorcar) এই রাজকীয় পোশাকে ম্যাজিক দেখানো  শুরু করে দিলেন।
সেই ট্রাডিশন আজও চলছে।

পি সি সরকার  ছিলেন একজন আপাদমস্তক বাঙালি। 
তাই পদবীর বানান লিখতেন বাংলা উচ্চারণে।
 তিনি লিখতেন বাংলা উচ্চারণে  "SORCAR" ,   SARKAR এর পরিবর্তে।
সেই ধারা আজও  চলছে।

এবার তাঁর ঝুলি থেকে  একটা মজার  খেলার কথা বলি।

সেইসময় পূর্ব পাকিস্তানের (এখন বাংলাদেশ) মুখ‍্যমন্ত্রী এ.কে ফজলুল হকের (A.K. Fazlul Huq) নৈশভোজে  পি.সি সরকার আমন্ত্রিত হয়ে এলেন।
পি সি সরকার যখন এসেছেন তখন ম্যাজিক অবশ্যই চাই।

পি সি সরকার সেদিন "ফোর্স রাইটিং " এর ম‍্যাজিক দেখালেন।

পি সি সরকার মুখ‍্যমন্ত্রীকে একটা  কাগজে কিছু লিখতে বললেন।
 তারপর মন্ত্রী পরিষদের সদস্যদের  সই করতে বললেন
সবাই তাই করলেন।
এবার চমক!

সেই কাগজ হয়ে গেল  মন্ত্রী পরিষদের সদস্যদের পদত্যাগ পত্র আর পি.সি সরকারেকে  বাংলার মুখ‍্যমন্ত্রী হওয়ার অর্ডার!
সবাই অবাক! 
এদিকে পি সি সরকার তখন তাঁর ভুবন ভোলানো  হাসি উপহার দিয়ে বলে চলেছেন,  " THIS IS  P. C. SORCAR  CHIEF MINISTER SPEAKING. "
 
দেশ বিদেশের প্রচুর সম্মান তিনি পেয়েছেন।
ভারতসরকার তাঁকে পদ্মশ্রী সম্মানে সম্মানিত করেছেন।
তাঁর নামে ডাকটিকিট, কলকাতায় রাস্তা আছে।
 
১৯৭১ সালে জাপানে দশমবার খেলা দেখাতে গিয়ে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

সকালবেলায় আনন্দবাজারের প্রথম পাতায় বিখ্যাত কার্টুনিস্ট কুট্টির একটি ঐতিহাসিক কার্টুন সবার নজর কেড়েছিল।
আমিও দেখেছিলাম সেই কার্টুন,

"পি সি সরকার খেলা দেখাচ্ছেন, নিজেই ম্যজিকের মঞ্চ থেকে  ভ্যানিশ হয়ে যাচ্ছেন! "

তথ্য সূত্রঃ
BANGALIR BHASA O  SANSKRIT/  ORIENT BLACK SWAN/ 
এছাড়া, 
জুনিয়র পি সি সরকারের ম্যাজিক দেখার অভিজ্ঞতা যেখানে তিনি প্রতিটি শো-এ   তাঁর বাবার ম্যজিক ও জীবন নিয়ে বলে থাকেন।
 

Post a Comment

নবীনতর পূর্বতন